সরকারি গুদাম থেকে খাদ্যপণ্য চলে যাচ্ছে কালোবাজারে। সরকারি সিল সংবলিত মোড়ক পাল্টে খাদ্যপণ্য প্যাকেটজাত হচ্ছে অন্য কোম্পানির নামে। এসব পণ্য খোলাবাজারে বিক্রি করে অন্তত ২০টি চক্র হাতিয়ে নিচ্ছে কাঁড়ি কাঁড়ি টাকা। চক্রগুলো ঢাকার কেরানীগঞ্জ, রাজধানীর নন্দীপাড়া, পোস্তগোলা, কামরাঙ্গীরচর, শ্যামপুর এলাকায় বিভিন্ন সাইনবোর্ডের আড়ালে এরই মধ্যে অন্তত ১০টির অধিক গোডাউনও বানিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, গুদামে দায়িত্বরত অসাধু কর্মকর্তা-কর্মচারীদের ম্যানেজ করে চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরেই গরিবের হক নিয়ে প্রতারণা করে আসছে। মজুদ করছে সাধারণ মানুষের জন্য বরাদ্দকৃত খাবার। এদিকে মেরাদিয়া এলাকার একটি বাসার নিচতলায় সরকারি খাদ্যপণ্যের গোডাউনের সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগের একটি দল। সেখান থেকে সরকারি মোড়ক পাল্টে খাদ্যপণ্য অন্যত্র সরবরাহ করার সত্যতা পেয়ে সেখানে অভিযানেরও প্রস্তুতি নিয়েছে তারা।
জানা গেছে, সারা দেশে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্য বিক্রির জন্য ৭ হাজারের বেশি ডিলার রয়েছেন। আবার খাদ্য অধিদফতরের ওএমএসের পণ্য বিক্রি করছেন আড়াই হাজারের বেশি ডিলার। খাদ্যবান্ধব প্রোগ্রামের ডিলার রয়েছেন ১০ হাজার ১১০ জন।বিস্তারিত