তিউনিসিয়া এবং ইতালীয় দ্বীপ ল্যাম্পেডুসার মধ্যে নৌকা ডুবে ৩৭ অভিবাসী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৩ জুন) উদ্ধার হওয়া চারজনের বরাত দিয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর ভয়েস অব আমেরিকা (VOA)।
বেঁচে যাওয়াদের দেওয়া তথ্যমতে, নৌকাটিতে ৭ জন মহিলা এবং একটি শিশুসহ মোট ৩৭ জন যাত্রী রয়েছেন। তাদের পাঁচজন সহযাত্রীকে অন্য একটি নৌকায় তুলে নেওয়া হয়েছে। উদ্ধার না হওয়া যাত্রীরা মারা যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ইতালিতে আইওএমের একজন মুখপাত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন একই ঘটনার একটি অনুরূপ বিবরণ দিয়েছিলেন। সেখানে ৩৭ জনের পরিবর্তে ৪০ জন নিখোঁজ হওয়ার কথা বলা হয়েছে।
বৃহস্পতিবার একজন বিচার বিভাগীয় কর্মকর্তা বলেছেন, তিউনিসিয়ার কাছে তিনটি নৌকা ডুবে অন্তত ১২ জন আফ্রিকান অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন এবং তিনজন মারা গেছেন। এছাড়া, দেশটির উপকূলরক্ষীরা ১৫২ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছেন। তবে যে চার জীবিত ব্যক্তি আইওএম’র কাছে তাদের অভিজ্ঞতা বর্ণনা করেছিলেন, তারা ওই তিনটি নৌকার একটিতে ছিলেন কি না তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।