রাউজান বড়ঠাকুর পাড়া প্রাথমিক বিদ্যালয়ে আন্তজার্তিক মার্তৃভাষা দিবসে আলোচনা সভা

রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্টান বড়ঠাকুর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে নানা অনুষ্ঠান মালার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে মহান একুশে ফেব্রুয়ারী আন্তজার্তীক মার্তৃভাষা ও শহীদ দিবস পালন। এ উপলক্ষে প্রভাত ফেরি, চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পূর্ব গুজরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক তৈয়ব চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক এম.রমজান আলী এবং সহকারী শিক্ষক অশোক কুমার বড়–য়ার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষানুরাগি সদস্য এম.সিরাজুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিউ মুৎসুদ্দী, বিশেষ অতিথি ছিলেন পূর্ব গুজরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম, আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমিন ওমান শাখার সাংগঠনিক সম্পাদক রাজনীতিক মনছুর আহমদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি ও ইউপি সদস্য মোহাম্মদ ইলিয়াছ, দাতা সদস্য আবদুল ছালাম, হাজী আবদুল সহিদ, প্রবাসি মোহাম্মদ নাছির উদ্দিন, ব্যবসায়ি মোহাম্মদ খালেদ, মোরশেদ আলম, শুভাশীষ চৌধুরী, প্রণব বৈদ্য, রুম্পা দাশ গুপ্তা, রশ্মি বিশ্বাস, মুন্নি রানী শীল, সুস্মিতা মজুমদার, হালিমা বেগম।

সারাদেশ