বিএনপির তারুণ্যের সমাবেশের আদলে সারা দেশে ‘যুব-ছাত্র সমাবেশ’ করবে আওয়ামী লীগ। আগামী সেপ্টেম্বর থেকে সারা দেশে এই সমাবেশ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ সমাবেশ থেকে সরকারের টানা সাড়ে চৌদ্দ বছরের অর্জন-উন্নয়ন তুলে ধরা হবে।
গতকাল বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের যৌথসভায় এ সিদ্ধান্ত হয়। সভায় দল ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের গঠনমূলক তথ্য-উপাত্তসহ বিএনপিসহ বিরোধীদের নানা অভিযোগ ও ‘মিথ্যাচারের’ জবাব দেওয়ার আহ্বান জানানো হয়। বৈঠকে উপস্থিত একাধিক নেতা বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেন।
বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সামনেই বাগবিতন্ডায় জড়িয়েছেন কৃষক লীগের সভাপতি সমীর চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি। ‘অভ্যন্তরীণ দ্বন্দ্ব’ নিয়ে তারা পরস্পর উত্তপ্ত বাক্যবিনিময় করেন। দীর্ঘদিন ধরেই কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মনোমালিন্য চলছে। দ্বন্দ্বের বিষয়টি সামনে আনেন উম্মে কুলসুম স্মৃতি। বিস্তারিত