আওয়ামী লীগ মাঠে নামছে সেপ্টেম্বরে নির্বাচন সামনে রেখে সারা দেশে করবে যুব ছাত্র সমাবেশ, সম্মেলন হওয়া সংগঠনগুলোকে দ্রুত কমিটি গঠনের নির্দেশ, যৌথসভায় বাগবিতন্ডায় জড়ালেন কৃষক লীগ সভাপতি সম্পাদক, যুব মহিলা লীগকে সতর্ক

আওয়ামী লীগ মাঠে নামছে সেপ্টেম্বরে নির্বাচন সামনে রেখে সারা দেশে করবে যুব ছাত্র সমাবেশ, সম্মেলন হওয়া সংগঠনগুলোকে দ্রুত কমিটি গঠনের নির্দেশ, যৌথসভায় বাগবিতন্ডায় জড়ালেন কৃষক লীগ সভাপতি সম্পাদক, যুব মহিলা লীগকে সতর্ক

বিএনপির তারুণ্যের সমাবেশের আদলে সারা দেশে ‘যুব-ছাত্র সমাবেশ’ করবে আওয়ামী লীগ। আগামী সেপ্টেম্বর থেকে সারা দেশে এই সমাবেশ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ সমাবেশ থেকে সরকারের টানা সাড়ে চৌদ্দ বছরের অর্জন-উন্নয়ন তুলে ধরা হবে।

গতকাল বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের যৌথসভায় এ সিদ্ধান্ত হয়। সভায় দল ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের গঠনমূলক তথ্য-উপাত্তসহ বিএনপিসহ বিরোধীদের নানা অভিযোগ ও ‘মিথ্যাচারের’ জবাব দেওয়ার আহ্বান জানানো হয়। বৈঠকে উপস্থিত একাধিক নেতা বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেন।

বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সামনেই বাগবিতন্ডায় জড়িয়েছেন কৃষক লীগের সভাপতি সমীর চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি। ‘অভ্যন্তরীণ দ্বন্দ্ব’ নিয়ে তারা পরস্পর উত্তপ্ত বাক্যবিনিময় করেন। দীর্ঘদিন ধরেই কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মনোমালিন্য চলছে। দ্বন্দ্বের বিষয়টি সামনে আনেন উম্মে কুলসুম স্মৃতি। বিস্তারিত

রাজনীতি