জুলাইয়ে সরকারের নজর কূটনীতিতে

জুলাইয়ে সরকারের নজর কূটনীতিতে

মাসছয়েক পরই বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, তা নিয়ে পশ্চিমা দেশগুলো সরব রয়েছে। এরই ধারাবাহিকতায় এই জুলাই মাসজুড়ে বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অন্তত চারটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্রগুলো এসব তথ্য নিশ্চিত করেছে। তবে এর মধ্যে গতকাল বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের (পূর্ব) ঢাকা সফর নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক অঙ্গনে এমন কথাও আলোচনায় আসছে যে, পশ্চিমাদের সফরের আগে ভারতের সচিবের সফর নির্বাচন নিয়ে দেশটির অবস্থান পরিষ্কার করার জন্য। যদিও বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই সফরের সঙ্গে বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি।

কূটনৈতিক-সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আসন্ন এসব সফর তাৎপর্যপূর্ণ। এসব সফরে সুষ্ঠু নির্বাচন, গণতন্ত্র এবং মানবাধিকার সুরক্ষার মতো বিষয়গুলো গুরুত্ব পাবে বলে ইঙ্গিত দিয়েছে কূটনৈতিক সূত্রগুলো। ফলে জুলাই মাসজুড়েই সরকারকে বড় ধরনের কূটনৈতিক চাপ সামলাতে হবে। যার প্রভাব পড়বে ভোটপূর্ব রাজনীতিতে।বিস্তারিত

জাতীয়