নির্বাচন নিয়ে যে সিদ্ধান্ত জানাল ইউরোপীয় ইউনিয়ন

নির্বাচন নিয়ে যে সিদ্ধান্ত জানাল ইউরোপীয় ইউনিয়ন

পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

মঙ্গলবার (১১ জুলাই) নির্বাচন কমিশনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বাংলাদেশ সফররত ইইউ প্রতিনিধি দলের প্রধান চেলেরি রিকার্ডো সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে আমরা দুই সপ্তাহের সফরে এসেছি। এখানকার প্রাক-নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করে উচ্চ পর্যায়ে প্রতিবেদন পেশ করব। এরপর ইইউ-এর সেই উচ্চ পর্যায়ের কমিটি নির্বাচনের পর্যবেক্ষক পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

তবে এর বেশি কিছু সাংবাদিকদের বলতে রাজি হননি তিনি।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালও বৈঠকের ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এর আগে ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল গত শনিবার ১৬ দিনের সফরে ঢাকায় আসে। তাদের মূল কাজ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের কর্মপরিধি, পরিকল্পনা, বাজেট, নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় মূল্যায়ন করা।

এই প্রতিনিধি দল ঢাকা সফর শেষে একটি প্রতিবেদন জমা দেবে। সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করে বাংলাদেশের জাতীয় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে কি না, সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

জাতীয়