এবার রাজপথ দখলে ‘চূড়ান্ত শক্তি পরীক্ষায়’ লিপ্ত হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ছয় মাস বাকি থাকতেই রাজপথে মুখোমুখি অবস্থান গ্রহণ করেছে দল দুটি। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চলমান আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে বিএনপি। আজ বুধবার রাজধানীতে বড় সমাবেশের মাধ্যমে সরকার পতনের এক দফা আন্দোলনের কর্মসূচি ঘোষণা দেবে তারা। একই দিন রাজধানীতে বিশাল শান্তি সমাবেশের মাধ্যমে রাজপথ নিজেদের দখলে রাখার শক্তি দেখাবে আওয়ামী লীগ। লক্ষাধিক মানুষের সমাগম ঘটিয়ে বড় শোডাউনের সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে ক্ষমতাসীন দলটি। কোনো অবস্থায় সরকারবিরোধীদের রাজপথ দখল এবং সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টির সুযোগ দিতে চায় না তারা।
একই সঙ্গে রাজধানীর ১২টি স্থান থেকে পৃথক সমাবেশ ও সংবাদ সম্মেলনের মাধ্যমে যুগপৎ এক দফা আন্দোলনের ঘোষণা দেবে বিএনপির সমমনা দল ও জোট। বিদেশিদের সামনে নিজেদের দাবির পক্ষে ব্যাপক জনসমর্থন দেখাতে আজকের সময়টি বেছে নিয়েছে বিরোধী দল। আবার সমাবেশ সামনে রেখে ক্ষমতাসীন দল ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাও সফররত ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে দেখাতে চায় দলটি। অবশ্য বিএনপির এই কৌশলে সতর্কতা অবলম্বন করছে সরকারপক্ষ।বিস্তারিত