সংকট উত্তরণ কোন পথে

সংকট উত্তরণ কোন পথে

কোন পথে যাচ্ছে রাজনীতি? জাতীয় নির্বাচন সামনে রেখে চলমান রাজনৈতিক সংকট উত্তরণের পথ বের হবে, নাকি আরও জটিল হবে? অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিদেশিদের চাপের মুখে– এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অঙ্গনে। অবশ্য গত বুধবার ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হলেও ‘এক দফার জবাবে এক দফা’ ঘোষণায় আরও অস্বস্তি বেড়েছে জনমনে। এ পরিস্থিতিতে নির্বাচন ব্যবস্থা নিয়ে দীর্ঘ তিন দশকের চলমান মতবিরোধ নিরসনের সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিদেশি কূটনীতিকদের চাপে দু’পক্ষই আপাতত রাজনৈতিক সহিংসতা থেকে নিজেদের বিরত রেখেছে। কিন্তু আগামী সংসদ নির্বাচনের আগে দু’পক্ষ ন্যূনতম সমঝোতায় পৌঁছাতে না পারলে সংঘাত অনিবার্য। রাজনীতিতে এক দফা বলে কিছু নেই, জনকল্যাণে থাকতে হবে সমঝোতা।

বুধবার ঢাকায় মাত্র এক কিলোমিটার দূরত্বে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ হলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। দীর্ঘদিন ধরেই রাজপথের বিরোধী দল বিএনপি রাজনৈতিক কর্মসূচি পালনে প্রশাসনের বিরুদ্ধে নানা অভিযোগ তুললেও এবারের পরিস্থিতি ছিল ভিন্ন। তবে এই সমাবেশ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার পতনের এক দফা আন্দোলনের ঘোষণা দিয়ে বলেছেন, শেখ হাসিনাকে পদত্যাগ করে নির্বাচন দিতে হবে।বিস্তারিত

জাতীয়