সংবিধানে থেকে নির্বাচন চায় আ.লীগ, সরকারের অধীন নির্বাচনে বিএনপির ‘না’

সংবিধানে থেকে নির্বাচন চায় আ.লীগ, সরকারের অধীন নির্বাচনে বিএনপির ‘না’

ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল শনিবার বৈঠক করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, প্রধান বিরোধী দল বিএনপিসহ দেশের পাঁচটি রাজনৈতিক দলের সঙ্গে। এসব বৈঠকে প্রতিটি দল আগামী নির্বাচন, দেশের রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিজ অবস্থান থেকে তুলে ধরে।

ইইউ প্রতিনিধিদলকে আওয়ামী লীগ জানিয়েছে, তারা দেশের সংবিধান ও আইনি কাঠামোর ওপর নির্ভর করে নির্বাচন করতে চায়। সংলাপ, সংসদ বিলুপ্তি ও তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে কোনো আলাপ হয়নি। এদিকে বিএনপি নেতারা ইইউ প্রতিনিধিদলকে জানান, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনেই বিএনপি যাবে না। দেশে সংলাপের কোনো পরিবেশ নেই, পরিবেশ তৈরি হলে সংলাপের কথা ভাববে বিএনপি।

শনিবার দিনভর পাঁচটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসে ইইউ প্রতিনিধিদলটি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ মূল্যায়ন করতে ইইউর ছয় সদস্যের নির্বাচনী অনুসন্ধানী মিশন গত ৯ জুলাই ভোরে ঢাকায় আসে। দুই সপ্তাহের সফরটি শেষ ২৩ জুলাই।

শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে বরাবরের মতো গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি ইইউ প্রতিনিধিদলের কেউই। তবে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বৈঠক সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করা হয়।বিস্তারিত

জাতীয় রাজনীতি