হিরো আলমের ওপর হামলায় মামলা, রিমান্ডের আবেদন

হিরো আলমের ওপর হামলায় মামলা, রিমান্ডের আবেদন

ঢাকা-১৭ আসনে ভোট চলাকালে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় মামলা করেছেন তার ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান। তিনি বাদী হয়ে মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে বনানী থানায় এই মামলা করেন।

 

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে গ্রেপ্তার করা হয়েছে সাতজনকে। এদের মধ্যে দুজনকে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়েছে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

মো. মোস্তাফিজুর রহমান আরও বলেন, ‘মামলার অভিযোগে অজ্ঞাতনামা ১৫–২০ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে হত্যার উদ্দেশ্যে হিরো আলমের ওপরের হামলা চালিয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সানোয়ার কাজী (২৮), বিপ্লব হোসেন (৩১), মেহেদী (২৭), মোজাহিদ (২৭), আশিক (২৪), হৃদয় (২৪) ও সৈয়দ মোল্লা (২৫)।’

মামলার বাদী সুজন রহমান গণমাধ্যকে জানান, ‘হামলাকারীদের নাম জানেন না, তাই তাদের মামলায় অজ্ঞাতানামা হিসেবে উল্লেখ করেছেন। পুলিশের কাছে ঘটনার ভিডিও ফুটেজ দিয়েছেন। এখন হামলায় যারা জড়িত, পুলিশ তাদের শনাক্ত করে গ্রেপ্তার করবে।’

হিরো আলমের ওপর হামলার ঘটনাকে একটি বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত (গোয়েন্দা) কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

জাতীয়