২০২০ সালের ৩১ ডিসেম্বর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কাছে ২৬টি খাল হস্তান্তর করে ঢাকা ওয়াসা। এরপর শুরু হয় পরিষ্কার অভিযান। কিন্তু গত প্রায় তিন বছর খাল উদ্ধারে বিভিন্ন কর্মসূচিতে ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়ররা শুধু ঘোষণাই দিয়ে গেছেন তবে বাস্তবে আলোর দেখা মেলেনি। শুধু তা-ই নয়, খালের সীমানাও নির্ধারণ করতে পারেনি সংস্থা দুটি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন চারটি খাল সংস্করণে একটি প্রকল্প নিলেও দৃশ্যমান কার্যক্রম শুরু করতে পারেনি। তবে বিশেষজ্ঞরা মনে করেন, খাল উদ্ধার করতে হলে সঠিক পরিকল্পনা নিতে হবে।
রাজধানীর ২৬ খাল : ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় খাল রয়েছে কাটাসুর, হাজারীবাগ, ইব্রাহিমপুর, কল্যাণপুর, আবদুল্লাপুর, রামচন্দ্রপুর, বাউনিয়া, দ্বিগুণ, দিয়াবাড়ী, ধোলাইখাল, রায়েরবাজার, বাইশটেকি ও শাহজাহানপুর খাল। আর দক্ষিণ এলাকায় খাল রয়েছে জিরানী, মান্ডা, মেরাদিয়া, গজারিয়া, কসাইবাড়ী, শাহজাদপুর, সুতিভোলা, ডুমনি, বোয়ালিয়া, রামপুরা, গোবিন্দপুর, সেগুনবাগিচা ও খিলগাঁও-বাসাবো খাল।
উদ্ধার হয়নি কোনো খাল : দুই সিটির আওতাধীন ২৬ খালের মধ্যে একটিও উদ্ধার করতে পারেনি দুই সিটি করপোরেশন। তবে ২০২১বিস্তারিত