বেপরোয়া শীর্ষ সাইবার অপরাধীরা

বেপরোয়া শীর্ষ সাইবার অপরাধীরা

বিদেশে বসেই সক্রিয় সাইবার সন্ত্রাসীরা। লাগামহীনভাবে তারা চালিয়ে যাচ্ছে গুজবসহ সরকার ও দেশবিরোধী নানা অপপ্রচার। প্রযুক্তির অপব্যবহার করে দীর্ঘদিন ধরেই এরা ব্ল্যাকমেল করে যাচ্ছে দেশে ও বিদেশে অবস্থানরত রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলা কিংবা সরকারি-বেসরকারি কর্মকর্তাদের। নিজেদের অবস্থান ও মানসম্মানের কথা ভেবে ভুক্তভোগীদের অনেকেই এ সাইবার-দুর্বৃত্তদের খাই মেটাতে বাধ্য হচ্ছেন; তাদের চাওয়া মোটা অঙ্কের টাকা-পয়সা নীরবে দিয়ে দিচ্ছেন। অবৈধ হুন্ডির মাধ্যমে সে টাকা পৌঁছছে তাদের কাছে। তবে তৃপ্তির বিষয় হলো, এসব সাইবার সন্ত্রাসী নিজেরা মাঝেমধ্যেই নিজেদের মধ্যে বিবাদে লিপ্ত হচ্ছে। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের টকশোয় কিংবা নিজেরাই ফেসবুক লাইভে এসে একে অপরের অবৈধ কর্মকাণ্ড তুলে ধরছে। তারা নিজেরাই বের করে আনছে লুকিয়ে থাকা থলের বেড়াল। অন্যদিকে এমন ৬০ জন সাইবার সন্ত্রাসীর তালিকা করেছে র‌্যাব-পুলিশসহ সরকারের বিভিন্ন সংস্থা। এদের মধ্যে শীর্ষ ২৭ জনকে রেডমার্কে রেখে তাদের বিষয়গুলো খতিয়ে দেখছে অনেকগুলো সংস্থা। এরই মধ্যে এদের তিনজনের অপরাধের ফিরিস্তি তুলে ধরে আন্তর্জাতিক পুলিশ সংস্থাকে (ইন্টারপোল) অবহিত করেছে পুলিশ সদর দফতরের এনসিবি শাখা। তবে সাইবার অপরাধীদের লাগাম টানতে না পারার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীদের অনেকেই।বিস্তারিত

জাতীয় শীর্ষ সংবাদ