ভোটের বার্তা নিয়ে পাঁচ মাস মাঠে থাকবে আওয়ামী লীগ

ভোটের বার্তা নিয়ে পাঁচ মাস মাঠে থাকবে আওয়ামী লীগ

কড়া নাড়ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ডিসেম্বরের শেষে কিংবা নতুন বছরের শুরুতে ভোট অনুষ্ঠিত হবে। সে হিসেবে নির্বাচনী প্রস্তুতি গ্রহণের জন্য রাজনৈতিক দলগুলোর হাতে সময় মাত্র পাঁচ মাস। এই কয়েক মাস ভোটের বার্তা নিয়ে রাজপথে থাকবে আওয়ামী লীগ। দলের প্রধান আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা করবেন জেলা ও বিভাগীয় নির্বাচনী জনসভা। দলটির শীর্ষ নেতারা করবেন উন্নয়ন শোভাযাত্রা, শান্তি সমাবেশ, কর্মিসভা, বর্ধিতসভা, উঠান বৈঠক। সব মিলে টানা কর্মসূচি নিয়ে রাজপথ নিয়ন্ত্রণে রাখবে ক্ষমতাসীনরা।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘ভোটের বেশি দিন সময় বাকি নেই। এই সময়টা কাজে লাগাতে দলীয় সভানেত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন। ভোটের সামনে বিএনপি-জামায়াত নৈরাজ্য করার চেষ্টা করছে। আমরা দেশবাসীকে নিরাপদ রাখতে রাজপথে থাকব। পাশাপাশি বিগত সাড়ে চৌদ্দ বছরের উন্নয়ন ও অর্জনগুলো জনগণের সামনে তুলে ধরতে উন্নয়ন শোভাযাত্রা, কর্মিসভা, উঠান বৈঠক করব।’ সামনে শোকাবহ আগস্ট মাস। এই মাসজুড়ে শোকের কর্মসূচি নিয়ে মাঠে থাকবে আওয়ামী লীগ। ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস।বিস্তারিত

রাজনীতি