ভুয়া রিভিউ সরাতে গুগলের অভিযান

গুগল প্লে স্টোর থেকে ভুয়া রিভিউ ও রেটিং ডিলিট করার অভিযান শুরু করেছে গুগল। নতুন একটি মেশিন লার্নিং অ্যান্টি স্প্যাম সিস্টেমের সাহায্যে আসল ও নকল রিভিউয়ের পার্থক্য করতে পারছে সার্চ ইঞ্জিন জায়ান্টটি। ইতিমধ্যে প্লে স্টোর থেকে কয়েক লাখ ভুয়া রিভিউ ও স্প্যাম অ্যাপ সরানো হয়েছে। আরও বেশকিছু দিন চলবে গুগলের এ অভিযান। অ্যাপের রেটিং ফুলিয়ে-ফাঁপিয়ে তুলতে ডেভেলপাররা অনেক সময় ক্যাম্পেইন শুরু করেন। এ ক্যাম্পেইনের আওতায় ব্যবহারকারীদের অর্থ বা ইন অ্যাপ পার্চেসে মূল্য ছাড়ের অফার দিয়ে ভালো রেটিং আদায় করা হয়। এতে করে অ্যাপ সম্পর্কে সঠিক তথ্য জানা যায় না। গুগলের নতুন সিস্টেমটি ভিত্তিহীন, অপ্রাসঙ্গিক রিভিউ এবং সমালোচনা ও প্রশংসার অস্বাভাবিক পার্থক্য বুঝতে পারবে। প্লে স্টোর বিশুদ্ধকরণ অভিযানে নতুন সিস্টেমটির পাশাপাশি প্রকৌশলী ও বিশ্লেষক দলও অ্যাপ, রেটিং ও রিভিউ পর্যবেক্ষণের কাজ করবেন।

এদিকে, অ্যাপ ডেভেলপারদের রেটিং ও রিভিউ ভালো করার ক্যাম্পেইন না চালানোর অনুরোধ জানিয়েছে গুগল। একইসঙ্গে ব্যবহারকারীদেরও অসত্য কিছু না লেখার অনুরোধ করেছে তারা।

Others শীর্ষ সংবাদ