জলবায়ুবিষয়ক আন্তর্জাতিক সংস্থাগুলো বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের সপ্তম ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত করেছে। দেশের ৬৪ জেলার অর্ধেকই এখন জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে রয়েছে। এরই মধ্যে জলবায়ু পরিবর্তনে ভয়াবহতার প্রভাব বাংলাদেশে পড়তে শুরু করেছে। আগের যে কোনো সময়ের তুলনায় বেড়েছে প্রাকৃতিক দুর্যোগ। উপকূলীয় এলাকায় বসতভিটা হারানো মানুষ শহরাঞ্চলে চলে আসছে। এতে মানুষের অত্যধিক চাপে শহরগুলো ‘হিট আইল্যান্ডে’ পরিণত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে বরেন্দ্র, পার্বত্য চট্টগ্রাম ও হাওর এলাকায়ও ঝুঁকি বেড়েছে।
বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি ক্রমেই বাড়ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এবং ঝড়বন্যা বাড়ায় বসতভিটা হারাচ্ছে মানুষ। ২০১৪ থেকে ২০২০- এ সাত বছরে ৫৮ জেলায় জলবায়ুসংক্রান্ত বিভিন্ন দুর্যোগে অন্তত ১ হাজার ৫৩ জনের প্রাণহানি ও ৯৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দেশে কর্মরত ৪৫টি এনজিওর নেটওয়ার্ক স্টার্ট ফান্ড বাংলাদেশের (এসএফবি) এক সমীক্ষায় এসব তথ্য উঠে এসেছে। এ সময়ের সব বড় প্রাকৃতিক দুর্যোগের তথ্য বিশ্লেষণ করে এ সমীক্ষা প্রকাশ করা হয়। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের চারটি অঞ্চল বেশি ঝুঁকির মধ্যে আছে। এগুলো হলো বরেন্দ্র, পার্বত্য চট্টগ্রাম, উপকূল ও হাওর এলাকা। জেলা হিসেবে ময়মনসিংহের পশ্চিমাংশ, রংপুরের পূর্বাংশ, খুলনার দক্ষিণাংশ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।বিস্তারিত