১৯৭৭ সালে মাত্র ৩০০ টাকা পুঁজি দিয়ে সবজির ব্যবসা শুরু করেন তিনি। সেই ব্যবসা থেকে আজ তাঁর ব্যবসার আকার দাঁড়িয়েছে প্রায় এক হাজার কোটি টাকা। আমরা বলছি খুলনার ফুলতলা উপজেলার মো. ফিরোজ আহমেদের কথা।
ফিরোজ আহমেদের পাটকল ও ট্যানারিতে এখন প্রায় দেড় হাজার শ্রমিক কাজ করেন। ফুলতলার উত্তরডিহিতে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ ট্যানারি সুপারেক্স লেদার লিমিটেড ও সুপার জুট মিলের মালিক তিনি। খুলনা এলাকায় তিনি একজন অনুসরণীয় উদ্যোক্তা। এলাকাটি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ির এলাকা হিসেবে পরিচিত। রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি দক্ষিণডিহি গ্রামে।
এবার ফিরোজ আহমেদের শুরুর গল্পটা শুরু করা যাক। স্বাধীনতার পরপর ফিরোজ আহমেদের বাবা আবদুল খালেক ভূঁইয়া খুলনা টোব্যাকোতে তামাকশ্রমিকের কাজ করতেন। তাঁর পাঁচ ছেলের মধ্যে ফিরোজ আহমেদ মেজ। বিরাট সংসারের খরচ টানা আবদুল খালেক ভূঁইয়ার পক্ষে সম্ভব হচ্ছিল না। তাই খেয়ে, না খেয়ে দিন কাটত পরিবারটির। বছরে একটির বেশি জামা মিলত না কারও।বিস্তারিত