ভোটে হ্যাঁ ভোটে না নির্বাচন নিয়ে বিএনপিতে দ্বিমুখী তৎপরতা, যেতে চায় এক পক্ষ অনীহা আরেক পক্ষের   শফিউল আলম দোলন ও শফিকুল ইসলাম সোহাগ

ভোটে হ্যাঁ ভোটে না নির্বাচন নিয়ে বিএনপিতে দ্বিমুখী তৎপরতা, যেতে চায় এক পক্ষ অনীহা আরেক পক্ষের শফিউল আলম দোলন ও শফিকুল ইসলাম সোহাগ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বিএনপিতে দ্বিমুখী তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এক পক্ষ বলছে, ভোটে যাওয়া উচিত। নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমেই ক্ষমতাসীন দলের সব অপতৎপরতা রুখে দিতে হবে। এজন্য তারা সংলাপেরও পক্ষে। সংলাপের মাধ্যমেই সমস্যার সমাধান করা যেতে পারে বলে মনে করেন তারা।

তবে দলের বড় অংশেরই বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যেতে চরম অনীহা। তাদের মতে, এ সরকারের অধীনে কোনো অবস্থায়ই ভোটে যাওয়া যাবে না। তারা চান, আগে সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারে ক্ষমতা হস্তান্তর। তারপর নতুন নির্বাচন কমিশন গঠন করে তাদের অধীনে নির্বাচন। এজন্য তারা সমমনা দলগুলো নিয়ে এক দফা দাবিতে মাঠে নেমেছেন। বিএনপির বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। জানা যায়, আন্দোলন চালিয়ে গেলেও ভিতরে ভিতরে জাতীয় নির্বাচনের যাবতীয় প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এমনকি নির্বাচনী ইশতেহার তৈরির জন্যও দলের উচ্চ পর্যায়ের তিন সদস্যের একটি কমিটি কাজ শুরু করেছে। অন্যদিকে নেতাদের মধ্যে কেউ যেন তাঁদের বক্তৃতা-বিবৃতিতে ভুলেও দলীয় সিদ্ধান্তের সঙ্গে কোনোরকমের দ্বিমত পোষণ না করতে পারেন, সেজন্য হাইকমান্ডের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে মিডিয়ার ‘টক শো’য় অংশগ্রহণের ক্ষেত্রেও কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে দলের পক্ষ থেকে।বিস্তারিত

জাতীয় রাজনীতি শীর্ষ সংবাদ