আ.লীগের ভরসার দুই কৌশল

আ.লীগের ভরসার দুই কৌশল

দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার জন্য সরকারের ওপর দেশি-বিদেশিদের চাপমুক্ত হতে ক্ষমতাসীন আওয়ামী লীগ দুটি কৌশল নিয়েছে। এ কৌশল দুটি দলকে ভরসা দিচ্ছে বলে আওয়ামী লীগ সূত্রে জানা গেছে।

দুই কৌশলের একটি হচ্ছে, সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানে অনড় থাকা। দ্বিতীয়টি হচ্ছে, সুষ্ঠু নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বিদেশিদের আস্থায় আনা। এ দুই কৌশলের একটি সফল হলেই দুশ্চিন্তা থাকবে না বলে মনে করছেন আওয়ামী লীগের নেতারা।

দলটির নেতারা বলছেন, দেশি চাপ তেমন আমলে না নিলেও বিদেশি চাপ পাশ কাটানোর উপায় বের করা কঠিন হয়ে উঠছে সরকারের জন্য। তবে নানা ধরনের কৌশল ও চেষ্টা অব্যাহত রেখে চলেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা দেশ রূপান্তরকে বলেন, টানা তিন মেয়াদে প্রধানমন্ত্রী থাকা শেখ হাসিনা দুটি উপায়ে চাপ কমাতে চান। একই সঙ্গে সরকারের পাশে থাকতে বিদেশিদের প্রতি আহ্বান জানিয়ে যাচ্ছেন। প্রথমত তিনি বিদেশি বন্ধুদের বিশ্বাস করাতে চাচ্ছেন আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বোচ্চ চেষ্টা রয়েছে তার। দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ করা সম্ভব তা দেখিয়ে নজির স্থাপন করতে চান সরকারপ্রধান। তার এ চেষ্টায় কোনো ত্রুটি থাকবে না, এ অঙ্গীকার যেন বিদেশি বন্ধুরা আস্থায় নেয়, সেজন্য সর্বোচ্চ চেষ্টা করছেন প্রধানমন্ত্রী। আরেকটি উপায় হলো সংবিধানের বাইরে গিয়ে কেনো সিদ্ধান্ত নেবেন না তিনি। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী, তার সরকার ও আওয়ামী লীগ আপসহীন নীতিতে অবলম্বন করবেন।

বর্তমান সরকারের অধীনে বিএনপি ও তার মিত্ররা আগামী সংসদ নির্বাচনে যাবে না বলে জানিয়ে আসছে। তারা সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে অনড়। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রসহ প্রভাবশালী দেশগুলো সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য সরকারকে চাপ দিয়ে যাচ্ছে।বিস্তারিত

রাজনীতি শীর্ষ সংবাদ