ভোটগ্রহণ শুরু হওয়ার পূর্ববর্তী ও পরবর্তী সময়ে সভা, মিছিল ও শোভাযাত্রার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আজ শুক্রবার এক তথ্য বিবরণীতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
তথ্য বিবরণীতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৮ অনুসারে ভোট গ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা পূর্ব হতে ভোট গ্রহণ শেষ হওয়ার পরবর্তী ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে অর্থাৎ ২৮ ডিসেম্বর সকাল ৮টা থেকে আগামী বছরের ১ জানুয়ারি বিকাল ৪টা পর্যন্ত কোন নির্বাচনী এলাকায় যে কোন ধরনের সভা, সমাবেশ ও মিছিল, শোভাযাত্রা করা যাবে না।
তথ্য বিবরণীতে আরও বলা হয়, উল্লিখিত সময়ের মধ্যে কোন ব্যক্তি কোন হিংস্রতামূলক কাজ বা বিশৃঙ্খলামূলক আচরণ করতে পারবেন না। এছাড়া, কোন ভোটার বা নির্বাচনী কাজের দায়িত্বে নিয়োজিত কোন ব্যক্তিকে ভয়-ভীতি প্রদর্শন করা যাবে না এবং কোন অস্ত্র বা জোর প্রদর্শন বা ব্যবহার করতে পারবেন না।
এছাড়া কোন ব্যক্তি উক্ত বিধানাবলী লঙ্ঘন করলে তিনি ন্যূনতম দুই বছর এবং অনধিক সাত বছর সশ্রম কারাদণ্ডে এবং অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন।-বাসস