নকল প্রসাধনীতে বাজার সয়লাব আসল-নকল চেনা দায়, নেই তদারকি, নামি কোম্পানির পণ্যের মোড়কে নেই নিরাপত্তা সিল

নকল প্রসাধনীতে বাজার সয়লাব আসল-নকল চেনা দায়, নেই তদারকি, নামি কোম্পানির পণ্যের মোড়কে নেই নিরাপত্তা সিল

বিভিন্ন নামকরা সুপারশপ থেকে শুরু করে গলির মোড়ের মনোহরি দোকানে থরে থরে সাজানো অসংখ্য ব্র্যান্ডের প্রসাধনী। চোখ ধাঁধানো মোড়কে বিক্রি হচ্ছে হেয়ার অয়েল, লোশন, শ্যাম্পু, শাওয়ার জেল, পারফিউম, স্কিন ক্রিমসহ আরও অনেক পণ্য। দেশি পণ্যের পাশাপাশি রয়েছে আমদানি করা বিদেশি পণ্য। চড়া মূল্যে এসব প্রসাধনী বিক্রি হলেও নেই আসল-নকল যাচাইয়ের সুযোগ। হাতে গোনা কিছু পণ্য বাদে অধিকাংশেরই মোড়কে নেই নিরাপত্তা সিল। ফলে থাকছে না পণ্য যাচাইয়ের সুযোগ। চড়া দামে নকল পণ্য কিনে ঘরে ফিরছেন ক্রেতা। এতে ক্রেতা শুধু আর্থিকভাবে ক্ষতিগ্রস্তই হচ্ছেন না, পড়ছেন নানা স্বাস্থ্যঝুঁকিতে।

রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে, শুধু বড়দের প্রসাধনী পণ্যই নয়, শিশুদের বেবিশ্যাম্পু, বেবি শাওয়ার জেল, বেবিঅয়েল, বেবিলোশনের বোতলেও নেই কোনো নিরাপত্তা সিল। অনায়াসেই সেসব বোতল থেকে প্রসাধনী বের করা যায়, আবার ঢুকানো যায়। সম্প্রতি খিলক্ষেতের ডুমনি এলাকায় একটি দোকানে বাচ্চার জন্য শ্যাম্পু কিনতে গিয়ে বিক্রেতার সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন সাখাওয়াত হোসেন। দেশের বড় একটি কোম্পানির বেবি শ্যাম্পুর বোতলের মুখ খোলা থাকায় (প্লাস্টিকের নিরাপত্তা সিল বা কিউসি স্টিকার নেই) তিনি নকল পণ্য বিক্রির অভিযোগ করেন।বিস্তারিত

জাতীয় শীর্ষ সংবাদ