টানা ১২ ঘন্টার শ্বাসরুদ্ধ অভিযান ঝুলন্ত ক্যাবল কারে আটকে পড়া সবাইকে জীবিত উদ্ধার করলো পাকিস্তান সেনাবাহিনী

টানা ১২ ঘন্টার শ্বাসরুদ্ধ অভিযান ঝুলন্ত ক্যাবল কারে আটকে পড়া সবাইকে জীবিত উদ্ধার করলো পাকিস্তান সেনাবাহিনী

ভূমি থেকে কয়েকশ ফিট উচ্চতায় আটকে পড়া ক্যাবল কারে আটকে পড়ার শিশুসহ সাতজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পাকিস্তান সেনাবাহিনী। প্রায় ১২ ঘণ্টারও বেশি সময় শ্বাসরুদ্ধ অভিযানের পর আটকে পড়া সবাইকে জীবিত উদ্ধার করা হয়। স্থানীয় সময় রাত এগারোটার পরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আটকে সবাইকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন এবং অভিযানের সমাপ্তি ঘোষণা করেন।

মঙ্গলবার (২২ আগস্ট)
পাকিস্তানের খায়বার-পাকতুনখাওয়ারে স্থানীয় সময় সকাল ৭টার দিকে এক হাজার ২০০ ফুট (৩৬৫ মিটার) উচ্চতায় থাকা অবস্থায় ক্যাবল কারটির একটি তার ছিঁড়ে যায়। যখন তারটি ছিঁড়ে যায়, তখন এটি মাঝপথে ছিল।

‘ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি’ এক বিবৃতিতে বলেছে, ছয় শিশু এবং দুইজন প্রাপ্তবয়স্ক কমপক্ষে ৯০০ ফুট উচ্চতায় ওই কারের ভিতর আছে এবং পাকিস্তান সেনাবাহিনীকে হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার অভিযান চালাতে বলা হয়েছে।

এই খবর দ্রুত ছড়িয়ে পড়লে সারা দেশে মানুষের মধ্যে আতঙ্ক ও ভয় সৃষ্টি হয়। দেশজুড়ে চলতে থাকে থাকে শিশুদের নিরাপদ উদ্ধারের জন্য প্রার্থনা।

স্থানীয় দল কর্মীদের সঙ্গে যোগ দেয় পাকিস্তান সেনাবাহিনী। তবে অভিযানের জটিলতা ও বিপদের বিষয়টি বুঝতে পেরে এর নেতৃত্বে আসে পাকিস্তান সেনাবাহিনীর কমান্ডোরা। যুক্ত হয় ক্যাবল কার এক্সপার্টরা। দীর্ঘ ১২ ঘণ্টারও বেশি সময় হেলিকপ্টার সহ বিভিন্ন উপায়ে চলতে থাকে উদ্ধার অভিযান।ঝড়ো আবহাওয়া, অধিক উচ্চতা,আলোকসল্পতাসহ নানা প্রতিকূলতাকে পাশ কাটিয়ে ধীরে ধীরে এক এক করে শিশুদের বের করে আনতে থাকে সেনাবাহিনীর উদ্ধারকারী দল।

প্রতিজনকে উদ্ধারের পর পর উল্লাস ফেটে পড়ে নিচে জড়ো হওয়া হাজারো স্থানীয় লোকজন। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতের রাত দশটার পর এক ভিডিওতে দেখা যায় সর্বশেষ শিশুকে ধীরে ধীরে নিরাপদে নামিয়ে আনছে সেনাবাহিনীর সদস্যরা।

কঠিন এই উদ্ধার অভিযান সফলভাবে শেষ করার জন্য সব উদ্ধারকারী সদস্য ও পাকিস্তান সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার। সবাইকে জীবিত উদ্ধার করতে করার ব্যাপারটি সবচেয়ে বেশি ‘স্বস্তিদায়ক’ ছিল বলে জানান।

আন্তর্জাতিক শীর্ষ সংবাদ