উদ্ধার হেরোইন হয়ে যায় পাউডার! শেষ পাঁচ চালানের তিনটিতে পাউডার দুটিতে মিলেছে সামান্য পরিমাণ হেরোইন

উদ্ধার হেরোইন হয়ে যায় পাউডার! শেষ পাঁচ চালানের তিনটিতে পাউডার দুটিতে মিলেছে সামান্য পরিমাণ হেরোইন

চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় জব্দ করা চালানে মিলছে না হেরোইনের অস্তিত্ব! এ অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে জব্দ হওয়া শেষ পাঁচ হেরোইনের চালানের তিনটির রাসায়নিক পরীক্ষায় হেরোইনের পরিবর্তে অস্তিত্ব মিলেছে সাধারণ পাউডারের। বাকি দুটি চালানে রাসায়নিক পরীক্ষায় হেরোইনের অস্তিত্ব মিলেছে মাত্র এক শতাংশেরও কম।

মাদকবিরোধী অভিযানে হেরোইনের পরিবর্তে সাধারণ পাউডার মেলায় হতবাক আইন প্রয়োগকারী সংস্থার লোকজনও। এ বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক জাফরুল্ল্যাহ কাজল বলেন, ‘গত কয়েক মাস ধরে চট্টগ্রাম বিভাগের কয়েকটি বড় হেরোইনের চালান ধরা পড়েছে। হেরোইনের চালান ধরা পড়লেও চট্টগ্রাম বিভাগের কোনো মাদক নিরাময় কেন্দ্রে গত ছয় মাসে কোনো হেরোইন আসক্ত চিকিৎসা নিতে আসেনি। হেরোইনের চালান ধরা পড়ছে, অথচ নিরাময় কেন্দ্রে কোনো আসক্ত আসছে না- বিষয়টা আমাদের কাছে অবাক লেগেছে।’বিস্তারিত

শীর্ষ সংবাদ সারাদেশ