ফের সাজা গ্রেফতার আতঙ্ক ♦ চলতি মাসে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে নতুন ৩২৮ মামলা ♦ আসামি ১৫ হাজার ♦ আটক হাজারের বেশি

ফের সাজা গ্রেফতার আতঙ্ক ♦ চলতি মাসে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে নতুন ৩২৮ মামলা ♦ আসামি ১৫ হাজার ♦ আটক হাজারের বেশি

জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি নেতারা আবারও নতুন মামলা এবং পুরনো মামলায় সাজা ও গ্রেফতার আতঙ্কে রয়েছেন। তাঁরা বলছেন, চলমান এক দফা আন্দোলন ঘিরে নতুন করে গ্রেফতার করা হচ্ছে। আগের মামলায় সাজা দেওয়া হচ্ছে।

জানা যায়, ১৯ আগস্ট রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হওয়ার পথে বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ ১৫ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়। আহত ছাত্রদল নেতা আবু তৈয়বকে ২২ আগস্ট রাজধানীর নিউ লাইফ হাসপাতালে দেখতে যান কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি আবুল হাসান চৌধুরী। এ সময় হাসপাতালের সামনে থেকে আবুল হাসান চৌধুরীকে ডিবি পুলিশ তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেছে বিএনপি। বিএনপি সূত্রে জানা গেছে, ২০০৯ সালের আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত বিএনপির বিরুদ্ধে করা মামলায় এজাহারভুক্ত আসামির সংখ্যা প্রায় ৪৯ লাখ ৪১ হাজার ৭২২। আর অজ্ঞাতনামা আসামির সংখ্যা এর কয়েক গুণ। মোট মামলার মধ্যে ২ হাজার ৮৩০টির বেশি হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে। বিএনপি দফতর সূত্র জানায়, ১৮ ও ১৯ আগস্ট বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি গণমিছিল ও পদযাত্রাকে কেন্দ্র করে সারা দেশের প্রাপ্ত তথ্যানুযায়ী চারটি নতুন মামলা হয়েছে। এসব মামলায় আসামি ২ হাজার ১১৫ জন। এ সময় সারা দেশে বিএনপির ৯৪ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া গত ২৮ ও ২৯ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশের প্রাপ্ত তথ্যানুযায়ী ৩২৪টি নতুন মামলা হয়েছে বলে জানা গেছে। এসব মামলায় আসামি ১৩ হাজার ১১৫ জন। এ সময় সারা দেশে বিএনপির ১৫২১ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।বিস্তারিত

রাজনীতি শীর্ষ সংবাদ