আন্তর্জাতিক ডেস্ক
ইরানের পূর্বাঞ্চলের এক পার্বত্য জেলায় একটি মিনিবাস সড়ক থেকে গিরিখাতে পড়ে অন্তত ১০ পর্বতারোহীর প্রাণহানি ঘটেছে। এই দুর্ঘটনায় ৮ জন আহত হয়েছে।
শনিবার (২৬ আগস্ট) ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
সেখানকার প্রাদেশিক জরুরি পরিষেবার মুখপাত্র ওয়াহিদ শাদিনিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পাহাড়ি অঞ্চলের একটি পর্যটন গ্রামের দিকে যাওয়ার সময় পর্বতারোহীদের বহনকারী মিনিবাসটি হঠাৎ উল্টে খাদে পড়ে যায়। কেন দুর্ঘটনাটি ঘটেছে সে কারণ অজানা। এ ঘটনায় বাসটির চালকসহ ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আট জন।
বাসের আরোহীরা সিট বেল্ট বেঁধে রাখলে হতাহতের সংখ্যা কম হতো বলেও তিনি মন্তব্য করেন।