নতুন মিত্রের খোঁজে  আওয়ামী লীগ

নতুন মিত্রের খোঁজে আওয়ামী লীগ

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসলামি দলগুলোর মধ্যে আওয়ামী লীগের পুরোনো মিত্রদের বেশির ভাগই সঙ্গে রয়েছে। কিন্তু নতুন মিত্রের খোঁজে ক্ষমতাসীনদের উদ্যোগে সেভাবে সাড়া মিলছে না। বরং সরকারের সঙ্গে সখ্য ছিল, এমন একটি দল ইসলামী আন্দোলন ও ক্ষমতাসীনদের মধ্যে সম্প্রতি সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এ ছাড়া বিএনপির সঙ্গে থাকা এবং স্বতন্ত্র ইসলামি দলগুলোকে নির্বাচনে আনার উদ্যোগে সেভাবে সাড়া পাচ্ছে না ক্ষমতাসীনেরা।

আওয়ামী লীগ যেমন ইসলামি দলগুলোর মধ্যে পুরোনো মিত্রদের সঙ্গে আরও কিছু ইসলামি দলকে অন্তর্ভুক্ত করার কৌশল নিয়েছে, একই সঙ্গে বিএনপি নির্বাচনে না এলে দলটির সঙ্গে থাকা ইসলামি দলগুলোকে নির্বাচনে আনার চেষ্টাও ছিল ক্ষমতাসীনদের। এসব উদ্যোগে এখনই সাড়া না দিয়ে ইসলামি দলগুলোও সময়ের জন্য অপেক্ষা করা এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা—এই কৌশল নিয়েছে বলে ওই দলগুলোর নেতারা জানিয়েছেন। তাঁরা বলেছেন, বিএনপির আন্দোলন কত দূর গড়ায়, সেদিকে নজর রাখছে বেশির ভাগ ইসলামি দল। এ ছাড়া বিএনপিসহ বিরোধী দলগুলো ভোটে অংশ না নিলে আওয়ামী লীগ নির্বিঘ্নে আরেকটি নির্বাচন সম্পন্ন করতে পারবে কি না, সে বিষয়েও নিশ্চিত হতে চাইছে দলগুলো।

ইসলামি দলগুলোর এমন অবস্থানকে ক্ষমতাসীনদেরও বিবেচনায় নিতে হচ্ছে। আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা প্রথম আলোকে বলেছেন, ইসলামি দলগুলোকে কাছে টানা এবং বিএনপির কাছ থেকে সরিয়ে একটা নিরপেক্ষ অবস্থানে আনার তাদের উদ্যোগ এখনো সফল হয়নি। বিএনপি নির্বাচনে না এলেও ইসলামি সব দলকে নির্বাচনে পাওয়া নিয়ে তাদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে। তবে এরপরও আওয়ামী লীগ দলগতভাবে এবং সরকারের দিক থেকে চেষ্টা অব্যাহত রাখবে।বিস্তারিত

রাজনীতি শীর্ষ সংবাদ