সারাদেশে সংঘাতে স্থগিত ২২ কেন্দ্রের ভোট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন রোববার সংঘাত ও সহিংসতার কারণে সারা দেশে মোট ২২টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানান। সারা দেশে ২৯৯ আসনে মোট ৪০ হাজার ৫১টি কেন্দ্রে রোববার এই ভোটগ্রহণ হয়। এই হিসেবে বাতিল হওয়া কেন্দ্রের সংখ্যা ০.০৫ শতাংশের মতো।

ভোট ঘিরে সহিংসতায় দেশের ১১ জেলায় অন্তত ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের অধিকাংশই ক্ষমতাসীন আওয়ামী লীগের কর্মী। তবে নির্বাচনকে ‘সংঘাতহীন’ বলেছে আওয়ামী লীগ।

এদিকে ভোট ডাকাতি, এজেন্টদের বের করে দেওয়া ও মারধরের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে ঐক্যফ্রন্টের অর্ধশতাধিক প্রার্থী ভোট বর্জন করেছেন। তবে রাজধানী ঢাকায় ভোট গ্রহণের সময় সংঘর্ষ বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জাতীয় শীর্ষ সংবাদ