বায়ুদূষণের শীর্ষে ঢাকা

বায়ুদূষণের শীর্ষে ঢাকা

টানা কদিন ধরে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষ ১০-এর মধ্যে ঘুরছে রাজধানী। ১৮২ স্কোর নিয়ে আজ সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান সবার শীর্ষে। বায়ুর এই মান অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।

বুধবার (৩০ আগস্ট) সকাল ৮টায় আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক এই তথ্য জানিয়েছে।

এর আগে মঙ্গলবার সকালেও ১৭৪ স্কোর নিয়ে সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল সবার শীর্ষে।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, দূষিত বায়ুর শহরের তালিকার শীর্ষে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে ঢাকা। পাশাপাশি দ্বিতীয় অবস্থানে ১৬৪ স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার জাকার্তার পর শীর্ষ তিনে ১৫৮ স্কোর নিয়ে আছে ভারতের কলকাতা। এ ছাড়া ১৫৫ স্কোর নিয়ে শীর্ষ চারে কাতারের দোহা এবং পাঁচ নম্বরে ১৫২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের লাহোর।

জাতীয় শীর্ষ সংবাদ