আধুনিক স্থাপত্যের বিস্ময়

আধুনিক স্থাপত্যের বিস্ময়

স্থাপত্য ও তার নকশা, পাশাপাশি অন্যান্য কারুশিল্প বরাবরই যে কোনো স্থাপত্যশিল্পকে করে তোলে আকর্ষণীয়। সময়ের রকম ফেরে মানুষের সৃষ্ট অনেক স্থাপনা জাগিয়েছে বিস্ময়। অনেক সময় নিজের সৃষ্টিকে নিজেই অবাক হয়ে দেখেছে মানুষ। এমন অসাধারণ নকশা ও চাকচিক্যময় স্থাপনা সহজেই জয় করে নিতে পারে যে কারও মন। এমনি আধুনিক স্থাপত্য কেবল মানুষের বসবাস বা প্রয়োজনীয় কাজে নির্মাণ হয়নি। কিছু নির্মিত ভবন মানুষকে করেছে মুগ্ধ ও বিস্মিত।

 

দুবাই

 

বুর্জ খলিফা

বুর্জ খলিফার সৌন্দর্য আর প্রাচুর্যে মন হারাননি- এমন মানুষ পাওয়া দায়! প্রথমে নির্মাতারা ঠিক করেছিলেন শুধু মানুষের বসবাসের জন্যই ভবনটি তৈরি করা হবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই পরিকল্পনায় বদল আসে। বর্তমানে গগনচুম্বী বহুতল ভবনটি বাসস্থান, করপোরেট অফিস এবং হোটেল হিসেবে ব্যবহৃত হয়। বিশ্বের সবচেয়ে উঁচু ভবনটির নির্মাতা প্রতিষ্ঠান মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোভিত্তিক আর্কিটেকচার ফার্ম স্কিডমোর, ওইংস এবং মেরিল। ভবনটির স্থপতি অ্যাড্রিয়ান স্মিথের ডিজাইন করা এবং এর স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছিলেন উইলিয়াম এফ বেকার। ১৬৩ তলা বিশিষ্ট বুর্জ খলিফার উচ্চতা প্রায় ৮২৯.৮ মিটার (২৭১৭ ফুট)। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, এখানে অ্যাপার্টমেন্ট এবং স্টুডিও মিলিয়ে মোট বাসস্থানের সংখ্যা ৯০০। তাতে ৩৫ হাজারের বেশি মানুষ থাকেন। হোটেলের মধ্যে বুর্জ খলিফার ভেতরে রয়েছে আরমানি হোটেল দুবাই। ১২২ তলায় রয়েছে ডাইনিং রেস্তোরাঁ। এ ছাড়াও ‘দ্য লাউঞ্জ বুর্জ খলিফা’ রয়েছে ১২৫ তলা এবং ‘দ্য টপ বুর্জ খলিফা স্কাই’ রয়েছে ১২৪ তলায়। দর্শনার্থীরা দুবাইয়ের দুর্দান্ত দৃশ্য উপভোগ করতে ১৪৮ তলায় যেতে পারেন। এখানে হোটেলের নিজস্ব স্পা, সুইমিং পুল, লাইব্রেরি এবং জিম রয়েছে। বুর্জ খলিফায় রয়েছে নিজস্ব দোকান, বাজার, শপিং মল। এখানে কিছু কিনতে বাইরে যাওয়ার প্রয়োজন হয় না। ভেতরে মেলে সব।বিস্তারিত

Others আন্তর্জাতিক শীর্ষ সংবাদ