আন্তর্জাতিক ডেস্ক
ভারতের ওড়িশার ৬টি জেলায় শনিবার (২ সেপ্টেম্বর) ভয়াবহ বজ্রাপাত ও ভারী বৃষ্টি হয়েছে। বজ্রাঘাতে অন্তত ১০ জন মারা গেছেন।
ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে রোববার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
ওড়িশার বিশেষ ত্রাণ কমিশনারের কার্যালয় সূত্রে প্রতিবেদনে বলা হয়েছে, বজ্রপাতের কারণে খুরদা জেলায় চারজন, বোলাঙ্গিরে দুইজন এবং আঙ্গুল, বৌধ, জগৎসিংহপুর ও ঢেনকানালে একজনের মৃত্যু হয়েছে। শনিবারের প্রবল বৃষ্টি ও খারাপ আবহাওয়ার মধ্যে বজ্রপাতে মোট ১০ জনের প্রাণহানি ঘটে।
ভুবনেশ্বর এবং কটক শহরসহ ওড়িশার উপকূলীয় অঞ্চলে বজ্রপাতসহ ভারী বৃষ্টিপাত হয়েছে।
আগামী চার দিন ওই অঞ্চলগুলোর আবহাওয়ার পরিস্থিতি এমনই থাকতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)।