গত ২৫ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের নাগেরহাট এলাকায় লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমামকে ফিল্মি স্টাইলে গুলি করে দুর্বৃত্তরা। জনসম্মুখে দুর্বৃত্তদের এমন নৃশংস আয়োজন রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকার সাধারণ মানুষের মাঝে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, এই হত্যাকান্ডে অংশ নেওয়া লাদেন বাহিনীর ক্যাডাররা নতুন ৭.৬৫ বোরের চকচকে অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার করে। এই কিলিং মিশনের জন্যই এসব অস্ত্র সংগ্রহ করেছিল। চাঞ্চল্যকর এই ডবল মার্ডারের নেপথ্য মদদদাতা স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান কাশেম জিহাদী। গত শুক্রবার একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ সাদ্দাম হোসেন নামের এক অস্ত্র ব্যবসায়ীকে রাজশাহীর কাটাখালির আবহাওয়া পাড়া থেকে গ্রেফতার করে র্যাব-৫ এর একটি দল। সাদ্দাম একটি বইয়ের ভিতরের পাতা কেটে বিশেষ কৌশলে বিক্রির জন্য একজন ক্রেতার কাছে নিয়ে ঢাকার দিকে রওনা হচ্ছিল। তবে এর আগেই সাদ্দামকে গ্রেফতার করে র্যাব। এর আগে গত ১৮ আগস্ট রাজশাহীর পুটিয়া থেকে ছদ্মবেশী বাদাম বিক্রেতা মিলন হোসেনকে চারটি ওয়ান শুটারগান ও ছয় রাউন্ড গুলিসহ গ্রেফতার করে র্যাব-৫ এর সদস্যরা।বিস্তারিত