নিজস্ব প্রতিবেদক
সামষ্টিক অর্থনীতির ঝুঁকি পর্যালোচনায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি মিশন ১৫ দিনের সফরে আজ বুধবার বাংলাদেশে আসছে। ৬ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থানকালে অর্থ মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে আইএমএফের এই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স (টিএ) মিশন। সফরের প্রথম দুই দিন অর্থ বিভাগের বিভিন্ন উইংয়ের কর্মকর্তাদের সঙ্গে সভা করবে তারা। এর মধ্যে বাংলাদেশের ফিসক্যাল রিস্ক ম্যানেজমেন্টের লিগ্যাল ও ইনস্টিটিউশনাল সেটিং এবং স্টেট ওন এন্টারপ্রাইজগুলোর পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।
এই সময়ে বাংলাদেশের ম্যাক্রো ইকোনমিক রিস্ক অ্যানালিসিস, ডেট সাসটেইনেবিলিটি অ্যানালিসিস এবং মিডিয়াম টার্ম ম্যাক্রোইকোনমিক পলিসি স্টেটেমেন্টে (এমটিএমপিএস) ম্যাক্রোইকোনমিক ও ফিসক্যাল আউটলুকে চিহ্নিত ঝুঁকিগুলো নিয়ে আলোচনা করবে এই মিশন।
অর্থ বিভাগের কর্মকর্তারা জানান, স্টেট ওন এন্টারপ্রাইজেস (এসওইএস) নিয়ে আইএমএফ অনেক তথ্যই জানতে চাইবে; যেমন—স্টেট ওন এন্টারপ্রাইজগুলোর গভর্ন্যান্স ফ্রেমওয়ার্ক কেমন, এসওইএসগুলোর কন্ট্রোল অ্যান্ড ফিন্যানশিয়াল ওভারসাইটস, পাবলিক সার্ভিস অবলিগেশনস অব এসওইএস, ফিন্যানশিয়াল সাপোর্ট ও এসওইএস এবং ট্র্যাক রেকর্ড অব ডেট সার্ভিস পেমেন্ট অবলিগেশনস নিয়ে আলোচনা করা হবে।
তাঁরা জানান, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশের কোনো ফিসক্যাল রিস্ক তৈরি হচ্ছে কি না, তা-ও পর্যালোচনা করবে আইএমএফ। পিপিপি রিলেটেড ফার্ম অ্যান্ড কন্টিনজেন্ট লায়াবিলিটিজ বিশ্লেষণ করবে এই মিশন।
সফরকালে প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাংলাদেশের ম্যাক্রোইকোনমি ও ফিসক্যাল ম্যানেজমেন্টে কোন ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে, তা-ও বিশ্লেষণ করবে আইএমএফ। দেশের অর্থনীতিতে প্রাকৃতিক দুর্যোগের নেতিবাচক প্রভাব, রাজস্ব আদায়ের ওপর প্রাকৃতিক দুর্যোগের প্রভাবসহ দুর্যোগ মোকাবেলায় সরকারকে বাজেট থেকে কী পরিমাণ আর্থিক সহায়তা দিতে হয়, তা বিশ্লেষণ করবে আইএমএফ।
আইএমএফ অনুমোদিত ৪৭০ কোটি ডলার ঋণের দ্বিতীয় কিস্তি পাওয়া যাবে বলে প্রত্যাশা করছেন অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আগামী ডিসেম্বরে আইএমএফ থেকে ঋণের দ্বিতীয় কিস্তি পাওয়ার আশা করছে বাংলাদেশ।
এর আগে ঋণের শর্ত বাস্তবায়ন যাচাই করতে আগামী ৪ অক্টোবর রিভিউ মিশন আসবে। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে দেওয়া সরকারের গ্যারান্টি ও ঋণের ব্যবস্থাপনা বিশ্লেষণ করবে আইএমএফ টিম। এর মধ্যে তারা কারেন্ট স্টক অব গ্যারান্টিস, বিনিফিশিয়ারিজ, আউটস্ট্যান্ডিং গ্যারান্টিজ, সার্ভিসিং অব গ্যারান্টেড ডেট এবং আগামী তিন অর্থবছরে কী পরিমাণ গ্যারান্টি দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে, তা পর্যালোচনা করবে।