রাজপথে আন্দোলনের পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভিতরে ভিতরে ব্যাপক প্রস্তুতি চলছে বিএনপির। নির্বাচনী ইশতেহার তৈরির পাশাপাশি প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া চলমান। রাজনৈতিক ফয়সালা হওয়ার সঙ্গে সঙ্গেই বিএনপির দৃশ্যমান নির্বাচনী তৎপরতা শুরু হয়ে যাবে। রাজনৈতিক এ ফয়সালার জন্যই ‘এক দফা’ দাবি আদায়ে আন্দোলন করছে দলটি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতাদের পরিষ্কার বার্তা দিয়ে বলেছেন, যত প্রভাবশালী হোন না কেন, ঘরে বসে থাকা নেতাদের নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে না। সবাইকে যার যার অবস্থান থেকে মাঠে নামতে হবে। আন্দোলন নিয়ে কারও ন্যূনতম সংশয় থাকলে সেই নেতা ইস্তফা দিতে পারেন। আর যারা আন্তরিকভাবে মাঠে থাকবেন তাদের সবাইকেই যথাযথ মূল্যায়ন করা হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার দেশের অভ্যন্তরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দলের এই সিদ্ধান্ত অক্ষরে অক্ষরে বাস্তবায়নে সচেষ্ট রয়েছেন। বিএনপির বিশ্বস্ত ও নির্ভরযোগ্য সূত্রগুলোর মাধ্যমে এসব তথ্য জানা গেছে। মির্জা ফখরুল ইসলাম বলেছেন, এবারের আন্দোলনে আমরা জীবন পণ করে মাঠে নেমেছি। মৃত্যু হলেও রাজপথ ছাড়ব না। এক দফা আদায়ের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচনে অংশ নেবে বিএনপিসহ সব রাজনৈতিক দল। এর মাধ্যমেই দেশ ও মানুষকে স্বৈরাচারমুক্ত করা হবে। জানা গেছে, চলমান এক দফা আন্দোলন শান্তিপূর্ণ কর্মসূচি পালনের মাধ্যমেই চূড়ান্ত পরিণতির দিকে নেওয়ার লক্ষ্যে বিএনপি সমমনা দলগুলো নিয়ে যুগপৎ আন্দোলনে নেমেছে। দু-এক দিনের মধ্যে আবারও নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। কেন্দ্র থেকে তৃণমূলের নেতা, আন্দোলনে থাকা সমমনা রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গেও একের পর এক বৈঠক করে যাচ্ছেন দলীয় মহাসচিব। তারপর এসব বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে সবার সঙ্গে শেয়ার করছেন। তার পাশাপাশি আন্দোলনের কর্মসূচি নির্ধারণ, জনগণকে সম্পৃক্ত করতে কী কী করণীয় এসব বিষয়ে ধারাবাহিকভাবে সারা বিস্তারিত