আগামী জাতীয়   সংসদ নির্বাচনে অযোগ্য হওয়ার শঙ্কায় বিএনপির ৪০০ নেতা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য হওয়ার শঙ্কায় বিএনপির ৪০০ নেতা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য হওয়ার আশঙ্কায় রয়েছেন বিএনপির প্রায় ৪০০ নেতা। দলীয় শীর্ষ পর্যায় মনে করছে, সরকার পতনে এক দফা আন্দোলনরত জ্যেষ্ঠ নেতাদের গ্রেফতারের পাশাপাশি মামলার রায়ে নির্বাচনে অযোগ্য করা হবে। ওয়ান-ইলেভেন সরকারের সময় দেওয়া মামলাসহ অনেক মামলার কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলছে। বেশকিছু মামলা শেষ পর্যায়ে। এসব মামলায় বিএনপির মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য, মধ্যমসারির ও তরুণ নেতারা আসামি। এঁদের অধিকাংশই সংসদ নির্বাচনে প্রার্থী হবেন। চলমান আন্দোলন দমানো এবং নির্বাচনে তাঁদের অযোগ্য করতেই সরকার দ্রুততার সঙ্গে মামলার কার্যক্রম শেষ করতে চাইছে বলে সংশ্লিষ্ট নেতাদের ধারণা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেলে যাওয়ার আশঙ্কার কথা জানিয়ে বলেন, সরকারের বিরোধিতা করলেই কারাগারে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আগামী এক-দেড় মাসের মধ্যে তাঁকেও কারাগারে যেতে হতে পারে। যাঁরা সরকারের বিরোধিতা করছে, যাঁরা সরকারের পক্ষে নয়, তাঁদের সবাইকে কারাগারে ঢুকিয়ে দেওয়া হচ্ছে।বিস্তারিত

জাতীয় রাজনীতি শীর্ষ সংবাদ