পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং বলেছেন, শারীরিক গঠন ও মানসিক উৎকর্ষ সাধনে ছাত্রছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। তিনি বলেন, প্রচলিত শিক্ষার সাথে তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষা গ্রহণে শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে।
প্রতিমন্ত্রী গত শনিবার বান্দরবান সরকারি কলেজ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উদ্বোধন এবং কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন। শেখ মুজিবুর রহমানের সাহস, সংগ্রামী চেতনা, নেতৃত্বের দৃঢ়তা সকলের জন্য এগিয়ে চলার পাথেয়। তার নীতি-নৈতিকতা ও মূল্যেবোধকে ধারণ করে ছাত্রছাত্রীরা একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অবদান রাখতে পারে।
কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থানজামা লুসাই, চৌদ্দগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ নিখিল চন্দ্র রায় এবং পুলিশ সুপার সঞ্জিত কুমার।