বর্তমান জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ আগামী সংসদ নির্বাচনে জোটগতভাবে আওয়ামী লীগের কাছে ১১০ আসন চান। গত ১১ সেপ্টেম্বর একটি মাধ্যমে জাপার কাক্সিক্ষত ১১০ আসনের তালিকা প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে। এর আগে গত ১৯ আগস্ট রওশন এরশাদ গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। ইতোমধ্যে সংবিধান অনুযায়ী নির্বাচনে যাওয়ার আগাম ঘোষণা দিয়েছেন তিনি। সরকারের সঙ্গে থাকতে দলটির প্রায় সব এমপি ও অধিকাংশ জ্যেষ্ঠ নেতার চাপ রয়েছে। এদিকে পার্টির শীর্ষ নেতারা বলছেন, জাতীয় পার্টি আগামীতে ৩০০ আসনে ভোট করবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তারা। সবমিলিয়ে জাতীয় পার্টির অভ্যন্তরীণ পরিস্থিতি এখনো স্পষ্ট নয়। প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন এরশাদের সাক্ষাতের সময় উপস্থিত জাপার এক নেতা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রধানমন্ত্রী রওশন এরশাদকে বলেছেন, নির্বাচনের মাঠে লড়াই করে জয় নিয়ে আসতে সক্ষম, এমন যোগ্য প্রার্থীদেরই যেন মনোনয়ন দেওয়া হয়। ওই নেতা বলেন, আমরা এখন ১১০ জনের তালিকা দিয়েছি। পরে আরও সংক্ষিপ্ত তালিকা দেওয়া হবে। সেই তালিকায় এমন কিছু নাম চলে আসতে পারে যাদের নাম এই তালিকাতে নেই।বিস্তারিত