বাপ-বেটার ‘এমপি লীগ’

বাপ-বেটার ‘এমপি লীগ’

বাবা হাবিবর রহমান বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের সরকারদলীয় সংসদ সদস্য (এমপি)। আর ছেলে আসিফ ইকবাল সনি ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পরিবারতন্ত্র তারা দু’জনই বোঝেন ভালো। অনিয়ম-দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, ঠিকাদারি নিয়ন্ত্রণ, সরকারি বিভিন্ন উন্নয়ন তহবিলের বরাদ্দ নয়ছয়ে কেউ কারও চেয়ে কম নন। এমপি হাবিব তিন মেয়াদে ১৫ বছর ক্ষমতায় থেকে নানা অনিয়ম-দুর্নীতি আর টিআর-কাবিখা খেয়েদেয়ে সারা। সম্পদ বেড়েছে অন্তত ৩০০ গুণ। ‘বাপ-বেটা’র কথা যেন ধুনটের আইন! নিজ দলের নেতাকর্মীর কেউ তাদের অপকর্মের কথা তুললেই পড়তে হয় সাজানো মামলার গ্যাঁড়াকলে। সরেজমিন এলাকা ঘুরে নেতাকর্মীর সঙ্গে কথা বলে এমন চিত্রই পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগের চেয়ে তারা ‘এমপি লীগ’ বা ‘বাপ-বেটা লীগ’ হিসেবে এলাকায় বেশি পরিচিত। নিজেদের বড় দেখাতে দলকেই ছোট বানিয়ে রাখা হয়েছে। তাদের প্রতাপে দলের সক্রিয় নেতাকর্মীরাই এখন ঘরকুনো। অত্যাচার সইতে না পেরে বাধ্য হয়ে রাজনীতির মাঠ থেকে বিদায় নিয়েছেন অনেকে। দলের নেতাকর্মী চক্ষুশূল হলেও বিএনপি-জামায়াতের নেতাকর্মীর জন্য রয়েছে গোপন প্রীতি।

স্থানীয় সরকার নির্বাচনে নৌকাকে একাধিকবার ডোবাতেও বুক কাঁপেনি বাবা-ছেলের। এসব বিষয়ে বিভিন্ন সময় এমপি হাবিব ও ছেলে সনির নামে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং দুর্নীতি দমন কমিশনে (দুদক) একাধিক লিখিত অভিযোগ করা হয়েছে।বিস্তারিত

শীর্ষ সংবাদ সারাদেশ