ডেটলাইন অক্টোবর আগামী তিন মাস কঠিন চোখে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী ♦ আছে নাশকতার আশঙ্কা ♦ বিরোধীদের কঠোর কর্মসূচির হুমকি

ডেটলাইন অক্টোবর আগামী তিন মাস কঠিন চোখে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী ♦ আছে নাশকতার আশঙ্কা ♦ বিরোধীদের কঠোর কর্মসূচির হুমকি

অক্টোবর থেকে ডিসেম্বর। আগামী এই তিন মাসকে কঠিন চোখে দেখছে সরকার। নির্বাচনের আগের এ সময়ে সরকারকে বেকায়দায় ফেলতে বিরোধী দলগুলোর নানা পরিকল্পনা ভাবিয়ে তুলছে সরকারের নীতিনির্ধারকদের। সম্প্রতি একাধিক সংস্থার গোপনীয় প্রতিবেদনে তাদের পরিকল্পনার বিষয়টি উঠে এসেছে।

বিশেষ করে অক্টোবর মাস টার্গেট করে বিরোধী দলগুলোর নানা আয়োজনের বিপরীতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে দাবি করছেন আইনপ্রয়োগকারী সংস্থার শীর্ষ ব্যক্তিরা। তারা বলছেন, এ সংক্রান্ত একটি বিশেষ নির্দেশনা এরই মধ্যে পুলিশ সদর দফতর থেকে সব ইউনিট, মহানগর, রেঞ্জ এবং জেলা পর্যায়ে পৌঁছানো হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এবং দেশের অর্থনীতির চাকা গতিশীল রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ সব বাহিনীকে প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে। যদিও বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, অক্টোবর এবং নভেম্বরকে কেন্দ্র করে তাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই নির্বাচন প্রশ্নে একটা সমঝোতায় আসতে সরকারকে বাধ্য করা হবে। জানা গেছে, আগামী নভেম্বরের মধ্য বা শেষ সপ্তাহ নাগাদ নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে ওই তফসিল ঘোষণা করা হতে পারে বলে ইসি সূত্রের দাবি। বিস্তারিত

রাজনীতি শীর্ষ সংবাদ