চীনকে ঠেকাতে যেভাবে সেই ভিয়েতনামকে কাছে টানছে যুক্তরাষ্ট্র

চীনকে ঠেকাতে যেভাবে সেই ভিয়েতনামকে কাছে টানছে যুক্তরাষ্ট্র

নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনের পর ভিয়েতনামের হ্যানয়ে সফল সফর শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ওয়াশিংটনে ফিরে এসেছেন।

ভিয়েতনামে তাঁর এ সফরের সময় আধা ডজনের মতো বিনিয়োগ চুক্তি হয়েছে। এতে দুই পক্ষই লাভবান হবে। কিন্তু এ সফরে যেটা সবকিছুকে ছাপিয়ে গেছে, তা হলো যুক্তরাষ্ট্র ভিয়েতনামের কমিউনিস্ট সরকারের সঙ্গে ‘সমন্বিত কৌশলগত অংশীদারত্বের’ ঘোষণা দিয়েছে। চীন, রাশিয়া, ভারত ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে ভিয়েতনামের কৌশলগত অংশীদারত্ব আগে থেকেই রয়েছে।

ভিয়েতনামের সঙ্গে সম্পর্ক পরবর্তী ধাপে উন্নীত করার ইঙ্গিত দেন বাইডেন। বলেন, যুক্তরাষ্ট্র-ভিয়েতনামের সম্পর্ক ‘নতুন স্তরে’ প্রবেশ করেছে।

একটি বিষয়ে সন্দেহ নেই, কয়েক দশক আগের তুলনায় যুক্তরাষ্ট্র-ভিয়েতনামের সম্পর্কে অনেক বেশি অগ্রগতি এসেছে। কিন্তু এশিয়ার প্রতি ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গি এখনো সেই পুরোনো ফাঁদেই পড়ে রয়েছে।

এই দৃষ্টিভঙ্গির ফলাফল কী? এই দৃষ্টিভঙ্গি অতীতের ভুলের পুনরাবৃত্তি ঘটানোর ঝুঁকি তৈরি করছে। যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম ও বিশ্বকে ভুগতে হতে পারে এর জন্য।বিস্তারিত

মতামত শীর্ষ সংবাদ