দেশে দেশে চায়না টাউন সব দেশেই দারুণ জনপ্রিয় চায়না টাউন রেস্তোরাঁ। কেনাকাটা কিংবা আড্ডায় সব সময় ব্যস্ত থাকে চায়না টাউনগুলো। দিন-রাত ২৪ ঘণ্টাই খোলা, মানুষের পদচারণে মুখর চায়না টাউনগুলো নিয়েই আজকের রকমারি-

দেশে দেশে চায়না টাউন সব দেশেই দারুণ জনপ্রিয় চায়না টাউন রেস্তোরাঁ। কেনাকাটা কিংবা আড্ডায় সব সময় ব্যস্ত থাকে চায়না টাউনগুলো। দিন-রাত ২৪ ঘণ্টাই খোলা, মানুষের পদচারণে মুখর চায়না টাউনগুলো নিয়েই আজকের রকমারি-

গোটা বিশ্বের চায়না টাউনগুলোর ধারণা এসেছে সম্ভবত ফিলিপাইনের ম্যানিলা চায়না টাউন থেকে। কারণ এটিই বিশ্বের সবচেয়ে পুরনো চায়না টাউন। ১৫৯৪ সালে স্প্যানিশ গভর্নর লুইস পেরেজ ডাসমারিনাস চায়নিজ অধিবাসীদের অভিবাসনের জন্য এলাকাটি আলাদাভাবে গড়ে তোলেন। স্পেনবাসীর আবাসিক এলাকা প্রাচীর নগরী ইন্ট্রামুরোসের পাশের একটি নদীর তীরে অবস্থিত। সে সময় স্পেন একদল চীনা বণিককে এ  এলাকায় বিনা খরচে থাকতে দিয়েছিল। স্প্যানিশ ঔপনিবেশিক যুগ শুরু হওয়ার আগেই এটি চীনা বাণিজ্যের জন্য প্রতিষ্ঠিত কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। ম্যানিলার ব্যবসা-বাণিজ্যের মূল কেন্দ্র বিনোন্দো। এখানে সব ধরনের ব্যবসা পরিচালিত হয়। বিশেষ করে ফিলিপিনো ও চায়নিজ পণ্যের জন্য বিখ্যাত। আর সে কারণেই ম্যানিলার চায়না টাউন বলতে বিনোন্দোকেই বুঝায়।বিস্তারিত

আন্তর্জাতিক শীর্ষ সংবাদ