ঢাকার বড় সমস্যা প্লাস্টিক ও বোতল

ঢাকার বড় সমস্যা প্লাস্টিক ও বোতল

ঢাকার দুই সিটি করপোরেশনে প্রতিদিন প্রায় ৭ হাজার মেট্রিক টন বর্জ্য উৎপাদন হয়। এর মধ্যে ১০ থেকে ১৫ শতাংশ প্লাস্টিক বর্জ্য। এসব বর্জ্যরে অধিকাংশ রাস্তা, ড্রেন, খালসহ জলাশয়ে ফেলা হচ্ছে। একই সঙ্গে ড্রেনে আটকে বৃষ্টির পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে জলাবদ্ধতা তৈরি করছে। ঢাকার দুই সিটি করপোরেশন এসব বর্জ্যরে সুষ্ঠু ব্যবস্থাপনার কোনো পরিকল্পনা না নিলেও এসব বর্জ্য ফেলতে জনগণকে আরও সচেতন হতে বলেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিশ্বব্যাংকের হিসাবে, প্লাস্টিক ও পলিথিন ব্যবহারের দিক থেকে বাংলাদেশ বিশ্বের শীর্ষ দশম স্থানে রয়েছে। ২০০৫ থেকে ২০২২ সালের মধ্যে এর ব্যবহার তিন গুণের বেশি বেড়েছে। ঢাকায় একবার ব্যবহারের পর এগুলোর ৮০ শতাংশ মাটিতে ফেলা হচ্ছে। সেখান থেকে নালা ও খাল হয়ে নদীতে পড়ছে। সর্বশেষ ঠাঁই হচ্ছে বঙ্গোপসাগরে। নদী হয়ে সাগরে যাওয়া প্লাস্টিক ও পলিথিনদূষণে বিশ্বে বাংলাদেশ এখন ষষ্ঠ স্থানে রয়েছে।বিস্তারিত

জাতীয় শীর্ষ সংবাদ