ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক শেষে জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, আমরা মহাজোটে ছিলাম, আছি থাকবো। জাতীয় পার্টির পার্লামেন্টারী পার্টির বৈঠকে এমন সিদ্ধান্তই হয়েছে। তিনি বলেন, আমরা মহাজোট থেকে নির্বাচন করে বিজয়ী হয়েছি। মহাজোটের সঙ্গেই থাকার বিষয়ে সংসদ সদস্যরা অভিমত দিয়েছেন। পার্টির কো- চেয়ারম্যান জিএম কাদেরও সরকারে থাকার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। অর্থাৎ তারা বিরোধীদল যেতে আগ্রহী না। বিগত সংসদের মতোই সরকারে থাকতে চায়। এর আগে শপথ শেষে রুদ্ধদ্বার বৈঠকে বসেন জাতীয় পার্টির ২১ জন সংসদ সদস্য। বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় দশম সংসদের বিরোধীদল নেতা রওশন এরশাদের কার্যালয়ে এ বৈঠক হয়।