নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে রাজনৈতিক বিরোধের কোনো মীমাংসা এখনো হয়নি। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা বিএনপিসহ বিভিন্ন দল ও জোট বর্তমান সরকারের অধীনে নির্বাচন না করার অবস্থানে অটল রয়েছে। নির্বাচনের পরিবেশ নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলো। এমন পটভূমিতে অংশগ্রহণমূলক নির্বাচন এখনো অনিশ্চিত। তবে নির্বাচন কমিশন (ইসি) নিজেদের ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী পুরোদমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।
চলতি বছরের ডিসেম্বরের শেষে বা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট ও নভেম্বরের শুরুতে তফসিল ঘোষণা করার লক্ষ্যে ইসির প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। ইসি এখন হালনাগাদ ভোটার তালিকা চূড়ান্ত করার কাজ করছে। সারা দেশে ভোটকেন্দ্রের খসড়া তালিকা তৈরি করা হয়েছে। এই তালিকা চূড়ান্ত করার কাজ নিয়েও ব্যস্ত রয়েছে ইসি।
বর্তমান সংবিধান অনুযায়ী ইসি যখন দলীয় সরকারের অধীনে ভোটের চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি নিচ্ছে, এমন সময় বিদেশি পর্যবেক্ষক আসার প্রশ্নেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত বুধবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) চিঠি দিয়ে জানিয়েছে যে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না। এমন অবস্থানের ব্যাপারে ইইউ বাংলাদেশে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সংশয় প্রকাশ করেছে। ঢাকায় বিশ্লেষকদের অনেকে মনে করেন, বিদেশি পর্যবেক্ষক আসার ক্ষেত্রে ইইউর এ সিদ্ধান্তের একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে।