শঙ্কা দেখছে না আওয়ামী লীগ কী হবে অক্টোবরে

শঙ্কা দেখছে না আওয়ামী লীগ কী হবে অক্টোবরে

নির্বাচন কমিশন (ইসি) যে আভাস দিয়েছে, তাতে আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। বিএনপিসহ সরকারবিরোধী যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো বলছে, তারা তফসিলের আগে অক্টোবরেই চূড়ান্ত কর্মসূচি নিয়ে মাঠে নামতে চায়। তবে অক্টোবরে কোনো শঙ্কা দেখছে না আওয়ামী লীগ। দলটির বিশ^াস, বিরোধীরা আগামী মাসে আওয়ামী লীগকে বড় কোনো চ্যালেঞ্জের মুখে ফেলতে পারবে না।

অক্টোবরের রাজনীতি ও বিএনপির আন্দোলন সম্পর্কে  আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব) ফারুক খান বলেন, ‘বিএনপি শান্তিপূর্ণ যে কোনো আন্দোলনই করতে পারে। কিন্তু তাদের অতীত তো শুভকর নয়। তাই বিএনপির আন্দোলনের সময় আমাদের নেতাকর্মীদের সতর্ক থাকতে হয়। আইনশৃঙ্খলার অবনতি ঘটলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পদক্ষেপ নেবে। এতটুকু বলতে চাই, সংবিধান অনুযায়ী আমরা নির্বাচনের দিকে যাত্রা শুরু করেছি। আমাদের যাত্রা অব্যাহত থাকবে।’

অক্টোবরে কোনো চ্যালেঞ্জ দেখছেন না আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য আবদুর রহমান। তিনি বলেন, ‘একদমই কোনো শঙ্কা নেই। আমাদের দল ও আমাদের জোটের শরিকরা নির্বাচনের জন্য সম্পূর্ণভাবে তৈরি। নির্বাচনের ডামাডোলের মধ্যেই আছি আমরা। এখন নির্বাচনের প্রস্তুতিই হচ্ছে আমাদের কর্মসূচি। এর মধ্যে কোনো পক্ষ যদি সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, নৈরাজ্য করে তা আমরা রাজনৈতিকভাবেই মোকাবিলা করব। সরকার তার জায়গা থেকে আইনশৃঙ্খলা রক্ষা করবে। সুতরাং এখানে শঙ্কার কোনো প্রশ্নই ওঠে না।’

আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের এক নেতা বলেন, ‘বিএনপি নেতারা আন্দোলনসহ সবক্ষেত্রে ব্যর্থ হয়েছে।

তাই বর্তমানে ভিনদেশিদের ওপর ভর করে ভিন্ন কাউকে ক্ষমতায় বসাতে চায়, অরাজনৈতিক স্বপ্ন বাস্তবায়ন করতে চায়। কিন্তু আওয়ামী লীগ গণতন্ত্রের প্রশ্নে দেশ-বিদেশের কাউকে ছাড় দেবে না। তফসিল ঘোষণার আগের মাসে ক্যু ঘটিয়ে নির্বাচনের পথ রুদ্ধ করার পথে যারাই আসবে, তাদের রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে।’

এ বিষয়ে দৈনিক আমাদের সময়কে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘অক্টোবর মাসে কিছুই হবে না। কোনো শঙ্কা নাই। বিএনপি জুলাইয়ে বলেছিল, সেপ্টেম্বরে নাকি হবে। সেই সেপ্টেম্বর এখনো শেষ হয় নাই। সেপ্টেম্বরে মাসে বলছে, অক্টোবরে তীব্র আন্দোলন করে সরকারের পতন ঘটাবে। তারপর হয়তো বলবে নভেম্বর, ডিসেম্বর ইত্যাদি। তারপর নির্বাচন হয়ে যাবে এবং জনগণের রায়ে সব ফয়সালা হয়ে যাবে। এর বাইরে আমরা কিছু ভাবি না, চিন্তা করি না।’

আমাদের সময়কে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, ‘তফসিল ঘোষণা হলে মানুষ পুরোপুরি নির্বাচনমুখী হয়ে পড়বে। তখন আন্দোলন, বিরোধিতাÑ এসব খুব একটা সামনে আসবে না। আমার ধারণা, এ কারণেই বিরোধী দল আগামী মাসকে চূড়ান্ত হিসেবে নিয়েছে। তারা মনে করছে, যা করার অক্টোবরেই করতে হবে। আরও অন্যান্য যে চাপটাপের কথা বলা হচ্ছে, এসব সামনে এনে বর্তমানে বিএনপি নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করছে। আর আওয়ামী লীগ নিয়মিত কর্মসূচি নিয়ে রাজপথে আছে।’

রাজনীতি শীর্ষ সংবাদ