আগামী ৩৫ দিন সরকারকে ‘পাহারা’ দেবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বিএনপি অক্টোবরে সরকার পতনের দাবিতে ঢাকা অচল করে দিতে পারে, এমন আশঙ্কা থেকে এ পরিকল্পনা ক্ষমতাসীন দলটির। অক্টোবর মাসজুড়ে প্রায় প্রতিদিন সভা–সমাবেশসহ নানা কর্মসূচি নিয়ে রাজপথে থেকে সরকারকে ‘পাহারা’ দিতে চান আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্র বলছে, নভেম্বরের শুরুতেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। এর আগের সময়টা খুবই স্পর্শকাতর হিসেবে বিবেচনা করছে ক্ষমতাসীনেরা। কারণ, যুক্তরাষ্ট্র ভিসা নীতি প্রয়োগের ঘোষণা দেওয়ার পর আওয়ামী লীগ ও সরকার কিছুটা হলেও চাপে পড়েছে। এ সুযোগে বিরোধী দল বিএনপি এক দফার দাবিতে ‘মরণকামড়’ দিতে চাইছে। এ ছাড়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ। তাঁর কিছু হলে দলের নেতা-কর্মীরা রাজপথে নেমে আসতে পারেন, এমন আশঙ্কাও আছে। ফলে সবকিছু বিবেচনায় নিয়ে আওয়ামী লীগ রাজপথ দখলে রেখে পরিস্থিতি মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছে।
আগামী ১ নভেম্বর থেকে নির্বাচনের ক্ষণগণনা শুরু হবে। কারণ, সংবিধান অনুসারে, সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে ৯০ দিনের মধ্যে অর্থাৎ ১ নভেম্বর থেকে ২৯ জানুয়ারির মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। এ সময়ে যে সরকার থাকবে, তা নির্বাচনকালীন সরকার হিসেবে পরিচিত।বিস্তারিত