ফেনীতে বাসচাপায় নিহত ৩

ফেনীতে বাসচাপায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর ছাগলনাইয়ার নিজকুঞ্জরা এলাকায় বাসের ধাক্কায় সাবেক সেনা কর্মকর্তাসহ তিন সিএনজি অটোরিকশা আরোহী নিহত হয়েছেন। নিহতদের দ্রুত উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসাপাতালের মর্গে পাঠিয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনায় নিহতরা হলেন, সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও সেনা কল্যাণের চট্টগ্রাম শাখার কর্মকর্তা আবু তাহের (৫৯) ও তার স্ত্রী সালমা আক্তার (৪৮), সিএনজি অটোরিকশা চালক মনা মিয়া (৩০)।

নিহতের ভাই ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাদেক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার ভাই ও ভাইয়ের স্ত্রী চট্টগ্রামের মিরসরাইয়ের বাংলাবাজারে শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তারা নিহত হন।

সাদেক হোসেন আরো বলেন, বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি গাড়ি সিএনজি অটোরিকশাটিকে চাপা দেয়।

ফাজিলপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রাশেদ খান চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে দুই জন ও হাসপাতালে নেয়ার পথে একজন নিহত হয়।

ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসাপাতালের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ সুজন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত অবস্থায় তিনজনকে আনা হলে তাদের পরীক্ষা করে নিহত নিশ্চিত হওয়ায় মর্গে পাঠানো হয়েছে।

শীর্ষ সংবাদ সারাদেশ