অতিথি শিল্পী ছিলেন তাঁরা

অতিথি শিল্পী ছিলেন তাঁরা

‘স্পেশাল অ্যাপেয়ারেন্স’ বা ‘অতিথি শিল্পী’ চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ চরিত্র। জনপ্রিয় কোনো তারকাকে এক ঝলকের জন্য বিশেষ একটি চরিত্রে উপস্থাপন করা হয়। অতিথি শিল্পী হিসেবে জনপ্রিয় কোনো শিল্পী পর্দায় হাজির হওয়ার সঙ্গে সঙ্গে দর্শক খুশিতে আত্মহারা হয়ে ওঠেন। ঢাকাই ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করা  এমনই কয়েকজন শিল্পীর কথা তুলে ধরেছেন – আলাউদ্দীন মাজিদ

 

রাজ্জাক

 

নায়করাজ রাজ্জাক প্রথম এ দেশের চলচ্চিত্রে অতিথি শিল্পী হন। প্রথম তিনি ছবিতে অতিথি হন আজিজুর রহমান পরিচালিত ‘অতিথি’ ছবিতে। এরপর এই নির্মাতার ‘অগ্নিশিখা’ ছবিতেও অতিথি হন রাজ্জাক। মাসুদ পারভেজ পরিচালিত ‘মাসুদ রানা’ ছবিতে একটি গানে অতিথি হিসেবে তাঁকে দেখা যায়। এর আগে অবশ্য বশীর হোসেন পরিচালিত ‘১৩ নাম্বার ফেকু ওস্তাগার লেন’ ও মুস্তাফিজ নির্মিত ‘ডাকবাবু’ সুরুর বারা বাংকভির ‘আখেরি স্টেশন’ ছবিতে অতিথি হিসেবে দেখা যায় নায়করাজকে। এছাড়া বুলবুল আহমেদের ‘রাজলক্ষ্মী-শ্রীকান্ত’, নঈম ইমতিয়াজ নেয়ামূলের ‘এক কাপ চা’, বাপ্পারাজের ‘কার্তুজ’ এবং আজিজুর রহমান পরিচালিত ‘জমিদার বাড়ির মেয়ে’ ছবিতে অতিথি চরিত্রে দেখা যায় তাঁকে।বিস্তারিত

বিনোদন শীর্ষ সংবাদ