কী হচ্ছে এই অক্টোবরে টানা কর্মসূচিতে সরকারকে পাহারায় আওয়ামী লীগ এক পক্ষ উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভোটের প্রচারণায়, অন্য পক্ষে কঠোর আন্দোলনের চিন্তা

কী হচ্ছে এই অক্টোবরে টানা কর্মসূচিতে সরকারকে পাহারায় আওয়ামী লীগ এক পক্ষ উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভোটের প্রচারণায়, অন্য পক্ষে কঠোর আন্দোলনের চিন্তা

অক্টোবর মাসকে রাজনীতিতে টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই মাসটাই দেশের রাজনীতিতে গতিপথ ঠিক করে দেবে। কারণ আগামী নভেম্বরে নির্বাচনী তফসিল ঘোষণা করা হলে জানুয়ারিতে ভোট অনুষ্ঠিত হবে। মাঝখানে অক্টোবর মাসই দুই রাজনৈতিক দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। মাঠের বিরোধী দল বিএনপি বলছে, কঠোর আন্দোলনের মাধ্যমে এ মাসেই সরকারের পতন ঘটানো হবে। আর ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, রাজনৈতিক দল হিসেবে তারা রাজপথে সক্রিয় থেকে সরকারকে পাহারা দেবে। এ জন্য মাসব্যাপী কর্মসূচি নিয়ে মাঠে থাকবে। সরকারবিরোধী যে কোনো ষড়যন্ত্র-চক্রান্ত রুখে দিতে গোটা অক্টোবর মাসজুড়েই রাজধানীসহ সারা দেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশকে জনসভায় রূপ দেবে আওয়ামী লীগ।

অক্টোবরে সরকার পতন ঘটাতে বিএনপির মন্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত রবিবার এক অনুষ্ঠানে বলেন, ‘যারা আমাদের পতন দেখছে, এই অক্টোবরে তাদেরই পতন হয় কি না? নিজেদের পতনের জন্য অপেক্ষা করুন। ভুলের রাজনীতিই বিএনপিকে পতনের দিকে নিয়ে যাচ্ছে।’ ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ বন্দুকের নল দিয়ে ক্ষমতায় বসেনি। আওয়ামী লীগকে যারা ভয় দেখাচ্ছে, ৪৮ ঘণ্টা আল্টিমেটাম শেষ, এখন অক্টোবরের আল্টিমেটাম। অক্টোবরে মাসেই পতন ঘটাবে। পতন ঘটাতে ঘটাতে নিজেরাই কতবার খাদে পড়েছে। একটা রাজনৈতিক দলের কথাবার্তা সীমারেখার মধ্য থেকে বলা উচিত।’বিস্তারিত

রাজনীতি শীর্ষ সংবাদ