মহারাষ্ট্রের হাসপাতালে ৪৮ ঘণ্টায় ১৬ শিশুসহ ৩১ রোগীর মৃত্যু

মহারাষ্ট্রের হাসপাতালে ৪৮ ঘণ্টায় ১৬ শিশুসহ ৩১ রোগীর মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের এক হাসপাতালে গত ৪৮ ঘণ্টায় ৩১ জন রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৬ জনই নবজাতক। মঙ্গলবার (৩ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ২৪ ঘণ্টায় ২৪ রোগীর মৃত্যুর খবরে দেশটির সংবাদমাধ্যমগুলোর শিরোনামে উঠে আসে এ খবর। আজকে সেই হাসপাতালে আরও ৭ রোগীর মৃত্যু হয়ে এ সংখ্যা ৩১ জনে দাঁড়িয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৪৮ ঘণ্টায় রাজ্যের নানদেনে শঙ্করাও চ্যাবন সরকারি হাসপাতালে মারা যাওয়া ৩১ রোগীর মধ্যে ১৬ জনই নবজাতক বা শিশু। চিকিৎসায় অবহেলার কারণে রোগীর মৃত্যু হয়েছে বলে যে অভিযোগ উঠেছে তা প্রত্যাখ্যান করেছেন হাসপাতালটির ডিন শ্যামরাও ওয়াকোদে। তিনি বলেছেন, এখানে ওষুধ বা চিকিৎসকের কোনো ঘাটতি নেই।

মহারাষ্ট্রের একজন সিনিয়র সরকারি কর্মকর্তা বলেছেন, হাসপাতালে এতো রোগীর মৃত্যুর ঘটনার তদন্তে কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে প্রতিবেদন জমা দিতে ছত্রপতি সম্ভাজিনগর জেলা থেকে তিন সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে আমি নিজে ওই হাসপাতাল পরিদর্শনে যাবো।

রাজ্যটির মুখ্যমন্ত্রী একনাথ শিন্ধে এ ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন। অন্যদিকে ভারতের বিরোধীদল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে এ ঘটনার তদন্তের দাবি করেছেন। বলেছেন, এটি অত্যন্ত অত্যন্ত বেদনাদায়ক, গুরুতর এবং উদ্বেগজনক।

এ ছাড়া কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিজেপিকে নিশানা করে বলেছেন, ক্ষমতাসীন বিজেপি সরকার প্রচারণার জন্য কোটি কোটি টাকা খরচ করছে কিন্তু শিশুদের চিকিৎসার জন্য ওষুধ কেনার টাকা নেই।

আন্তর্জাতিক শীর্ষ সংবাদ