সিরাজগঞ্জের  শাহজাদপুরে নির্বাচনী জরিপের নামে টাকা নেওয়ার সময় স্বামী-স্ত্রী আটক

সিরাজগঞ্জের শাহজাদপুরে নির্বাচনী জরিপের নামে টাকা নেওয়ার সময় স্বামী-স্ত্রী আটক

 

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ের দপ্তরের পরিচয়ে অভিনব কায়দায় টাকা নেওয়ার সময় পুলিশ কর্তৃক দুই প্রতারক আটক হয়েছে।

জানা গেছে, গত রবিবার (১ অক্টোবর) সকালে স্থানীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতাকে ফোন করে বলে যে, আমরা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলছি, নির্বাচন জরিপের জন্য । সংসদ সদস্য ব্যস্ত থাকায় বিষয়টি গাড়াদহ ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের ওপর ন্যাস্ত করে। পরে চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রধানমন্ত্রী দপ্তরের পরিচয়দানকারী জাহাঙ্গীর হোসেন ও তাছলিমার সঙ্গে কথা বলে।

এ সময় দুই প্রতারক কৌশলে তার নিকট থেকে বিভিন্নভাবে প্রথমে ৯০ হাজার টাকা ও পরে বিকাশে ৫০ হাজার টাকা নিয়ে নেয়। পরে দুই প্রতারক পরের দিন অথাৎ গত সোমবার শাহজাদপুরের একটি চাইনিজ রেস্টুরেন্টে উপজেলার ১৩ চেয়ারম্যানকে নিয়ে মিটিং করে এবং মনোনয়নের ব্যাপরে নিশ্চিত হয়ে আরো মোটা অংকের টাকা দাবি করে। প্রতারকরা প্রধানমন্ত্রীর কিছু বিষয় নিয়ে কথা বললে তাদের কথায় চেয়ারম্যানের সন্দেহ হয়। গোপনে চেয়ারম্যান পুলিশকে বিষয়টি অবহতি করে। পুলিশ ঘটনাস্থলে এসে প্রতারককে জিজ্ঞাসাবাদ করে খোঁজ নেওয়ার পর তাকে আটক করে।

পুলিশের খবর পেয়ে তাছলিমা পালিয়ে যায়। তাকে সোমবার রাতে পাবনার ঈশ্বরদি থেকে আটক করে পুলিশ।

থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা জানান, সে শাহজাদপুরে এসে প্রধানমন্ত্রী দপ্তরের নির্বাচনী জরিপের নামে অভিনব কায়দায় মোটা অংকের টাকা নিত। তারা দুজন বড় অফিসার পরিচয় দিলেও তারা হলেন স্বামী-স্ত্রী। আমরা দুজনকে আটক করে মঙ্গলবার আদালতে পাঠিয়েছি। আটক জাহাঙ্গীরের বাড়ি নোয়াখালী সদরের সুদারামপুর থানার বিনোদপুর গ্রামে। সে দুলাল হোসেনের ছেলে। আর তাছলিমাও একই গ্রামের মতৃ বাহারের মেয়ে। তার ব্যাবহৃত একটি সাদা রংয়ের প্রাইভেটকার (যার নং ঢাকা মেট্রো-গ ৩৫-২৮৫৮) আটক করা হয়েছে ।

এদিকে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, সে আমাদের প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্বাচনী জরিপের কথা বলে প্রতারণা করার সময় আমরা থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাদের দুজনকে আটক করে।

শীর্ষ সংবাদ সারাদেশ