নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে যান তারা।
মন্ত্রিসভা গঠন যেমন চমক দেখিয়েছে সরকার, তেমনি মন্ত্রিসভার সদস্যদের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাওয়ার সময় বাহন ব্যবহারেও থাকল চমক। ঐতিহ্য ভেঙে প্রথমবারের মতো একসঙ্গে বাসে করে সাভার স্মৃতিসৌধে যান মন্ত্রিসভার সদস্যরা।
মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় মন্ত্রিসভার অন্য সদস্যরা তার সঙ্গে ছিলেন।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন শেখ হাসিনা। সেখানে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদদের।
সাভার যেতে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীরা নিজস্ব গাড়ি ব্যবহার না করে চারটি এসি বাস ব্যবহার করেন। আসন সংকুলান না হওয়ায় মিনিবাসগুলোর ভিতরে অতিরিক্ত আসন জুড়ে বসতে দেখা যায় তাদের। এ বিষয়ে এক উপমন্ত্রী বলেন, এটা আমাদের ঐক্যের প্রতীক। মন্ত্রিসভার সিনিয়র সদস্যদের সঙ্গে বাসে স্মৃতিসৌধে যাওয়ার এ ঘটনা স্মরণীয় হয়ে থাকবে।